Cancellation of Trains: অসংখ্য ট্রেন বাতিল শুক্রবার! জেনে নিন হাওড়া ও শিয়ালদহের রেলযাত্রীরা...

Cancellation of Trains: আগামীকাল শুক্রবার করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা কাণ্ডের জেরে অসংখ্য ট্রেন বাতিল থাকবে। বাহানাগা বাজার স্টেশনে সন্নিহিত রেল ট্র্যাকে মেরামতির কাজ চলবে।

Updated By: Jun 8, 2023, 05:42 PM IST
Cancellation of Trains: অসংখ্য ট্রেন বাতিল শুক্রবার! জেনে নিন হাওড়া ও শিয়ালদহের রেলযাত্রীরা...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগামীকাল শুক্রবার করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা কাণ্ডের জেরে অসংখ্য ট্রেন বাতিল থাকবে। বাহানাগা বাজার স্টেশনে সন্নিহিত রেল ট্র্যাকে মেরামতির কাজ চলবে। অন্তত ২৬টি রুটে ট্রেন বাতিল থাকবে। এর মধ্যে থাকবে রেল রুটের শর্ট টার্মিনেশন এবং শর্ট অরিজিনেশনও। 

আগামী কাল শুক্রবার ৯ জুন বাতিল থাকছে

আরও পড়ুন: Malbazar: হাঁসফাঁস-করা এ গরমে পেতে চান দু'দণ্ডের শীতলতা? চলে যান হাতের কাছের এই গন্তব্যে...

বাংরিপোশি-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস
বালাসোর-ভুবনেশ্বর স্পেশাল
বালাসোর-ভদ্রক মেমু স্পেশাল
শিয়ালদা-পুরী দুরন্ত এক্সপ্রেস
দিঘা-বিশাখাপত্তনম উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস
হাওড়া-ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস
হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেস
হাওড়া-মাইসোর সুপারফাস্ট এক্সপ্রেস
হাওড়া-ভদ্রক এক্সপ্রেস
জলেশ্বর-পুরী মেমু স্পেশাল
খড়্গপুর-খুরদা রোড এক্সপ্রেস
খড়্গপুর-জাজপুর কেওনঝড় রোড এক্সপ্রেস
শালিমার-হায়দরাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস
শালিমার-পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস
সাঁতরাগাছি-এমজিআর চেন্নাই সেন্ট্রাল সুপারফাস্ট এক্সপ্রেস
ভদ্রক-হাওড়া এক্সপ্রেস
জাজপুর-কেওনঝড় রোড খড়্গপুর এক্সপ্রেস
ভুবনেশ্বর-হাওড়া জন শতাব্দী এক্সপ্রেস
পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেস
ভদ্রক-বালাসোর মেমু স্পেশাল
পুরী-জলেশ্বর মেমু স্পেশাল
পুরী-পাটনা স্পেশাল
পুরী-বাংরিপোশি সুপারফাস্ট এক্সপ্রেস
খুরদা রোড-খড়্গপুর এক্সপ্রেস
ভুবনেশ্বর-বালাসোর স্পেশাল
পুরুলিয়া-ভিল্লুপুরম বাই-উইকলি সুপারফেস্ট এক্সপ্রেস

আগামী কাল শুক্রবার ৯ জুন শর্ট টার্মিনেশন এবং শর্ট অরিজিনেশন করা হচ্ছে যে-ট্রেনের

আরও পড়ুন: Gyanvapi Mosque Case: স্বেচ্ছামৃত্যুর আবেদন জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি জ্ঞানবাপী মামলার আবেদনকারীর

খড়্গপুর-ভদ্রক মেমু স্পেশাল বালাসোর স্টেশন পর্যন্ত যাবে
ভদ্রক-খড়্গপুর মেমু স্পেশালও বালাসোর স্টেশন পর্যন্ত আসবে

ওড়িশায় বালেশ্বরের কাছে লাইনচ্যুত শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস! কোনওমতে রক্ষা পেয়েছিল ৩ বগি! মারা গিয়েছেন বহু যাত্রী, আহত বহু যাত্রী। ঘটনার পরেই হাওড়া থেকে বাতিল হয়েছে একাধিক দূরপাল্লার ট্রেন। ঘটনায় বিপাকে বহু যাত্রী। শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালেশ্বরের কাছে বাহানগা বাজার স্টেশনে ৩টি ট্রেনের মধ্যে সংঘর্ষ ঘটে। আপ করমণ্ডল এক্সপ্রেস, ডাউন যশবন্তপুর এক্সপ্রেস ও একটি মালগাড়ি। দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৮ জন। আহত কমপক্ষে ১,১৭৫ জন। নিহতদের মধ্যে বহু দেহ শনাক্ত করা সম্ভব হয়নি। রেলবোর্ডের সিদ্ধান্তে এই দুর্ঘটনার তদন্তভার হাতে নিয়েছে সিবিআই।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.