"পাগলে কি না বলে, ছাগলে কি না খায়", দিলীপকে কটাক্ষ পুরমন্ত্রীর
বিজেপি যা আজ ভাবে,সেকথাই কাল বলে কেন্দ্র সরকার। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধেও তোপ দেগেছেন মন্ত্রী ফিরহাদ হাকিম।
নিজস্ব প্রতিবেদন: করোনা মোকাবিলায় একাধিক বিষয় জানতে চেয়ে গতকালই রাজ্যকে জোড়া চিঠি দিয়েছিল কেন্দ্রীয় প্রতিনিধি দল। এনিয়ে জিজ্ঞাসা করা হলে পুরমন্ত্রীর পাল্টা তোপ, বিজেপির প্রচার মেনেই চলেছেন রাজ্যপাল ও কেন্দ্র। বিজেপি যা আজ ভাবে,সেকথাই কাল বলে কেন্দ্র সরকার। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধেও তোপ দেগেছেন মন্ত্রী ফিরহাদ হাকিম।
আরও পড়ুন: সপ্তাহের এক দিনের বেশি বাজারে নয়, মাইকিং করে নির্দেশ পুলিসকর্তার
এদিন ফিরহাদ হাকিম কেন্দ্রীয় দলের চিঠি প্রসঙ্গে বলেন, "আমি তো দেখছি বিজেপির প্রোপাগান্ডাতে গভর্নর ও সেন্ট্রাল টিম সেই কথাই বলছে।" এছাড়াও একের পর এক প্রশ্নবান ছুঁড়েছেন পুরমন্ত্রী। তাঁর কথায়, গুজরাটের কেস বাড়ছে কী করে সেটা বলুন। আগে নিজেদেরকে সামলান। বাংলাকে নিয়ে কুৎসা করছেন কেন। তাঁর তোপ, দিলীপ ঘোষের মত এক আধটা কুপুত্র বুঝতে পারছে না, বাকি বাংলার মানুষ জানেন রাজ্য সরকার তাঁদের পাশে আছে। নাম না করেই পুরমন্ত্রীর মন্তব্য, পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়।