ভাটপাড়া ছাড়তে বাধ্য হচ্ছেন শুধু মুসলিমরা নন, বাঙালিরাও: অভিযোগ ফিরহাদের
ভোট পরবর্তী সন্ত্রাসে রণক্ষেত্র ভাটপাড়া ও সংলগ্ন এলাকা।
নিজস্ব প্রতিবেদন: ভাটপাড়া থেকে বাঙালিদের তাড়িয়ে দেওয়া হচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ করলেন ফিরহাদ হাকিম। একইসঙ্গে বাঙালি ও বাংলা বাঁচানোর আন্দোলন শুরুর হুঁশিয়ারও দিয়ে রাখলেন কলকাতার মেয়র। তাঁর দাবি, অর্জুন সিংয়ের ভয়ে ভাটপাড়া ছাড়তে বাধ্য হচ্ছেন শুধু মুসলিমরা নন, বাঙালিরাও।
ভোট পরবর্তী সন্ত্রাসে রণক্ষেত্র ভাটপাড়া ও সংলগ্ন এলাকা। এখনও ঘরছাড়া শ-পাঁচেক পরিবার। কেন এই পরিস্থিতি? বাংলার মানুষের উপর এমন আক্রমণ মেনে নেওয়া যায়? প্রশ্ন তুলছেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। তাঁর কথায়, ''আশ্চর্য হয়ে যাচ্ছি। অর্জুন সিংয়ের ভয়ে বাঙালিদের ভাটপাড়া ছাড়তে হচ্ছে। শুধু মুসলিমরাই নন, বাঙালিদের ঘরছাড়া করেছে অর্জুনের দলবল। বাংলার মানুষ বাংলায় থাকব না! হাতে চুড়ি পরে বসে থাকব। এটা কোথায় যাচ্ছে। বাঙালি বলে ভাটপাড়া ছেড়ে চলে যেতে হবে? কেন এটা হবে?''
বাঙালিরা চু়ড়ি পরে বসে নেই বলেও হুঁশিয়ারি দিয়েছেন ফিরহাদবাবু। ফিরহাদের অভিযোগ, অর্জুন সিং, অমিত শাহের নেতৃত্বে তাড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে।
ঘরছাড়া কার্তিক নাথ নবান্নে দাঁড়িয়ে অভিযোগ করেছেন, অর্জুনের গুন্ডাবাহিনী এসে হুমকি দিয়ে যাচ্ছে। বিজেপি করতে নিদান দিচ্ছে তারা। খুনের হুমকিও দিচ্ছে। তৃণমূল কর্মীর অভিযোগের আঙুল সরাসরি অর্জুন সিংয়ের দিকে। যদিও ভোটের সময় থেকেই ভাটপাড়ার অশান্তির দায় তৃণমূলের ঘাড়েই চাপিয়ে এসেছে গেরুয়া শিবির।
আরও পড়ুন- একে মুকুলে রক্ষে নেই, শুভ্রাংশু দোসর, মঙ্গলবার তৃণমূলের হাতছাড়া হচ্ছে ২ পুরসভা?