নারদ মামলায় 'গ্রেফতার' Firhad, CBI দফতরে তুলে আনা হল Madan, Sovan, Subrata-কেও

'আদালতে দেখে নেব', বললেন ফিরহাদ

Updated By: May 17, 2021, 09:39 AM IST
নারদ মামলায় 'গ্রেফতার' Firhad, CBI দফতরে তুলে আনা হল Madan, Sovan, Subrata-কেও

নিজস্ব প্রতিবেদন: সাতসকালে চাঞ্চল্যকর মোড় নারদ মামলায়। সিবিআইয়ের হাতে 'গ্রেফতার' ফিরহাদ হাকিম। সোমবার সকাল সকাল রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনীর বিশাল টিম। বাড়ির বাইরে দেখা যায় কলকাতা পুলিসকেও। কিছুক্ষণের মধ্যেই তাঁকে বাড়ি থেকে বের করে গাড়িতে তুলে নিজাম প্যালেসে নিয়ে যায় সিবিআই। সংবাদমাধ্যমে ফিরহাদকে বলতে শোনা যায়, 'আমাকে গ্রেফতার করল। আদালতে দেখে নেব।' স্পিকারের নির্দেশ ছাড়াই কীভাবে গ্রেফতার, তা নিয়ে প্রশ্ন তোলেন ফিরহাদ।

অপরদিকে সকাল সকালই বাড়ি থেকে সিবিআই দফতরে তুলে আনা হয় মদন মিত্র ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চ্যাটার্জিকে। নারদ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তুলে আনা হয়েছে সুব্রত মুখার্জিকেও। কিছুদিন আগেই নারদ মামলায় ফিরহাদ সহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট গঠনের প্রস্তাবে অনুমতি দেন রাজ্যপাল জগদীপ ধনখড়। আর সেই সূত্রেই আজ সকালে পৌঁছয় সিবিআইয়ের দল। নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানা গিয়েছে। এদিকে মন্ত্রীর 'গ্রেফতারির' পর চেতলা অঞ্চলে ব্যাপক বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলের কর্মী-সমর্থকরা।   

.