রান্নার গ্যাস থেকে পিকনিকের আসরে আগুন

শীত পড়তে না পড়তেই দুর্ঘটনা। এবার পিকনিকের আসরে লেগে গেল আগুন।

Updated By: Dec 4, 2017, 09:46 AM IST
রান্নার গ্যাস থেকে পিকনিকের আসরে আগুন

নিজস্ব প্রতিবেদন: শীত পড়তে না পড়তেই দুর্ঘটনা। এবার পিকনিকের আসরে লেগে গেল আগুন।

আরও পড়ুন : ওষুধ ব্যবসায়ীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ চিকিত্সকের

ঠিক কী হয়েছিল? ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, কোচবিহারের তুফানগঞ্জের বাসস্ট্যান্ডের কাছে রকি ক্লাবে গতকাল সন্ধ্যেয় চলছিল জমজমাট পিকনিকের আসর। কিন্তু জমজমাট পিকনিকের আসরে হঠাত্‍ই ছন্দপতন হল। জানা গিয়েছে, রান্নার গ্যাস থেকে হঠাত্‌ই আগুন ধরে যায়। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ক্লাবঘরে। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। দমকলের ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। কিন্তু, ততক্ষণে আগুনে ক্লাবঘর পুড়ে গেছে অনেকটাই। তবে, ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও পর্যন্ত আর কিছু জানা যায়নি।

আরও পড়ুন : শিয়ালদহ স্টেশনের নাম বদলের দাবি জানিয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীকে চিঠি হিন্দু সংহতি সংঘের

.