মহালয়ার ভোরে বাজির ফুলকি থেকে অগ্নিকাণ্ড বার্ণপুরে

প্রাথমিক তদন্তের পর দমকল জানিয়েছে, সম্ভবত বাজির আগুনের ফুলকি থেকেই আগুন লাগে।

Updated By: Oct 8, 2018, 10:56 AM IST
মহালয়ার ভোরে বাজির ফুলকি থেকে অগ্নিকাণ্ড বার্ণপুরে

নিজস্ব প্রতিবেদন : পুজোর মুখে ফের অগ্নিকাণ্ড। রবিবার দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে বেআইনি বাজি কারখানায় আগুন লাগে। তারপরই সোমবার মহালয়ার ভোরে অগ্নিকাণ্ড বর্ধমানের আসানসোলে।

আরও পড়ুন, মহালয়ার সকালে তর্পণ শুরু হতেই বিপত্তি, গঙ্গায় তলিয়ে গেলেন ২ ব্যক্তি

মহালয়ার ভোরে আসানসোলের বার্ণপুরের কয়েকটি দোকানে আগুন লাগে। জানা গিয়েছে, এদিন ভোর ৩টে নাগাদ হিরাপুর থানার কাছে রাস্তার উপর অবস্থিত ৩টে দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন। ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে ততক্ষণে আগুনে পুড়ে খাক ৩টি দোকান ও একটি রিকশা। আগুন লাগার ঘটনায় হতাহতের অবশ্য কোনও খবর নেই।

আরও পড়ুন, সোনারপুরে বেআইনি বাজি কারখানায় বিধ্বংসী আগুন, মৃত্যু শ্রমিকের

পুজোর মুখে এই ঘটনায় মাথায় হাত দোকান মালিকদের। লোকসানের পরিমাণ প্রচুর বলে জানিয়েছেন দোকান মালিকরা। প্রাথমিক তদন্তের পর দমকল জানিয়েছে, সম্ভবত বাজির আগুনের ফুলকি থেকেই আগুন লাগে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কোনও বিধিনিষেধ না মেনেই বাজি ফাটানো হয় এলাকায়। প্রশাসন দেখেও দেখে না, কোনও ব্যবস্থা নেয় না।

.