রয়্যাল বেঙ্গল খুনে এফআইআর দায়ের করল বন দফতর

বাঘের শরীরে মিলেছে একাধিক আঘাতের চিহ্ন। বাঘটির খুলিও ফেটে চৌচির হয়ে গেছে।

Updated By: Apr 14, 2018, 05:49 PM IST
রয়্যাল বেঙ্গল খুনে এফআইআর দায়ের করল বন দফতর

নিজস্ব প্রতিবেদন : পশ্চিম মেদিনীপুরের বাঘঘরার জঙ্গলে নির্মম, নৃশংসভাবে খুন করা হয়েছে দক্ষিণ রায়কে। সেই ঘটনায় এবার এফআইআর দায়ের করল বন দফতর। শুক্রবার বাঘঘরার জঙ্গলে শিকার উত্সবে গিয়ে বাঘের আক্রমণে জখম হন ২ গ্রামবাসী। সেই দুই গ্রামবাসীর বিরুদ্ধেই অভিযোগ দায়ের করেছে বন দফতর।

বন দফতর জানিয়েছে, শুক্রবার বাঘঘরার জঙ্গলে শিকার উত্সবে গিয়েছিলেন বাবলু হাঁসদা ও বাদল হাঁসদা। তখনই রয়্যাল বেঙ্গলের আক্রমণে তাঁরা জখম হন। এরপরই জঙ্গলের মধ্যে বাঘের নিথর দেহ উদ্ধার হয়। রয়্যাল বেঙ্গল খুনে বাবলু ও বাদল হাঁসদার ভূমিকা সন্দেহজনক ও তাত্পর্যপূর্ণ বলেই মনে করছে বন দফতর। তাঁদের বিরুদ্ধে চোরাশিকার ও সরকারি সম্পত্তি নষ্ট, এই দুই ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

আরও পড়ুন, রয়্যাল বেঙ্গলের মৃত্যু ঘিরে 'উত্সব', নিজস্বী তোলার হিড়িক

অন্যদিকে, বন দফতরের হাতে এসেছে বাঘের দেহের ময়নাতদন্তের রিপোর্ট। সেই রিপোর্ট বলছে, কোনও বিষক্রিয়া নয়। ধারালো অস্ত্রের আঘাতেই মৃত্যু হয়েছে বাঘটির। বাঘের শরীরে মিলেছে একাধিক আঘাতের চিহ্ন। বাঘটির খুলিও ফেটে চৌচির হয়ে গেছে।

আরও পড়ুন, ধারালো অস্ত্রের আঘাতেই মৃত্যু লালগড়ের রয়্যাল বেঙ্গলের

.