উস্কানিমূলক মন্তব্যের জের, বিজেপি প্রার্থী সায়ন্তন বসুর বিরুদ্ধে FIR

বসিরহাটের বিজেপি প্রার্থী সায়ন্তন বসুর বিরুদ্ধে এফআইআর করল পুলিস। বসিরহাটের সভা থেকে উস্কানিমূলক মন্তব্যের জন্যই তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। 

Updated By: Mar 27, 2019, 11:29 AM IST
উস্কানিমূলক মন্তব্যের জের, বিজেপি প্রার্থী সায়ন্তন বসুর বিরুদ্ধে FIR

নিজস্ব প্রতিবেদন: বসিরহাটের বিজেপি প্রার্থী সায়ন্তন বসুর বিরুদ্ধে এফআইআর করল পুলিস। বসিরহাটের সভা থেকে উস্কানিমূলক মন্তব্যের জন্যই তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। 

প্রচারে গিয়ে একের পর এক বিতর্কিত  মন্তব্যের অভিযোগ উঠছে বিজেপি প্রার্থী সায়ন্তন বসুর বিরুদ্ধে। বসিরহাটের একটি সভা থেকে কর্মীদের উদ্দেশে তিনি বলেন, '' ভোটের দিন পুলিসকে থানায় আটকে রাখুন।'' বিজেপি প্রার্থীর এই মন্তব্যে সভায় হাততালি তো পড়ে, কিন্তু তারপরই সমালোচনার ঝড় ওঠে রাজনৈতিক মহলে। প্রশাসন সম্পর্কে কীভাবে এমন কথা বলতে পারেন তিনি? 

কেন্দ্রীয় বাহিনীকে বুকে গুলি করার নিদান, বিজেপি প্রার্থী সায়ন্তনের বিরুদ্ধে কমিশনে তৃণমূল
শুধু তাই নয়, সায়ন্তন বসু আরও বলেন, ''বুথ দখল করতে এলে গুলি করুন।'' এরপরই তিনি বলেন, ''আধা সেনাকে বলব পায়ে নয়, বুকে গুলি করুন।'' 
এর আগে বসিরহাটে সায়ন্তনের বিতর্কিত মন্তব্যের জবাব 'গান্ধীগিরি' তে দেন তৃণমূল প্রার্থী নুসরত জাহান। 
বিজেপি প্রার্থী সায়ন্তন বসুর শাস্তির দাবি চেয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল কংগ্রেস।  এপ্রসঙ্গে উত্তর ২৪ পরগনা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ''বাজার গরম করতেই এসব কথা বলছেন ওঁরা। ওঁদের প্রত্যেকেরই মাথা খারাপ হয়ে গিয়েছে।''

.