Midnapur: গরুর সঙ্গে ষাঁড়ের লড়াই থামাতে গিয়েছিলেন কৃষক, ঘটে গেল ভয়ঙ্কর কাণ্ড

মৃতের পরিবারের দাবি ক্ষতিপূরণ দিতে হবে কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষকে

Updated By: Apr 5, 2022, 12:52 PM IST
Midnapur: গরুর সঙ্গে ষাঁড়ের লড়াই থামাতে গিয়েছিলেন কৃষক, ঘটে গেল ভয়ঙ্কর কাণ্ড

নিজস্ব প্রতিবেদন: গরুর গাড়িতে আলুর বস্তা চাপিয়ে তা কোল্ড স্টেরেজে জমা দিতে এনেছিলেন পেশায় কৃষক ধর্ম ঘোষ। গাড়ি নিয়ে কোল্ড স্টোরেজের গেট পার হতেই একটি ষাঁড় তেড়ে এসে তাঁর গরুর সঙ্গে লড়াই লেগে যায়। সেই লড়াই থামাতে যেতেই ওই ষাঁড়ের কোপে পড়ে যান ধর্ম ঘোষ।

প্রত্যক্ষদর্শীদের দাবি, মেদিনীপুরের আনন্দপুরের নিউ দণ্ডপাট কোল্ড স্টোরেজে আলু জমা দিতে এসেছিলেন টিয়াপাট এলাকার বাসীন্দা ধর্ম ঘোষ। স্টোরেজের মধ্যে তার গরুর সঙ্গে একটি ষাঁড় এসে লড়াই লেগে যায়। লড়াই থামাতে যেতেই ষাঁড়টি তার শিং ঢুকিয়ে দেয় কৃষকের পেটে। শুধু তাই নয়, গরুর গাড়ির চাকা তার মাথার উপর দিয়েও চলে যায়। 

আচমকা ঘটে যাওয়া ওই ঘটনার পর ধর্ম ঘোষকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় চন্দ্রকোনা হাসপাতালে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকেরা। ঘটনায় কোল্ড স্টোরেজে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। মৃতের পরিবারের দাবি ক্ষতিপূরণ দিতে হবে কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষকে।

আরও পড়ুন-'আলাদা করা যাবে না', একই ওড়নার ফাঁসে আত্মঘাতী দুই বান্ধবী

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.