বারাসতে MBBS-এর জাল মার্কশিট চক্রের হদিশ
উত্তর চব্বিশ পরগনার বারাসতে MBBS-এর জাল মার্কশিট চক্রের হদিশ। কয়েকদিন আগে জাল মার্কশিট চক্রে জলপাইগুড়ির বীরপাড়া থেকে কুশীনাথ হালদারকে গ্রেফতার করে সিআইডি। তার সার্টিফিকেট দেওয়া হয়েছে বারাসতের অল্টারনেটিভ মেডিক্যাল কাউন্সিল থেকে।
ওয়েব ডেস্ক : উত্তর চব্বিশ পরগনার বারাসতে MBBS-এর জাল মার্কশিট চক্রের হদিশ। কয়েকদিন আগে জাল মার্কশিট চক্রে জলপাইগুড়ির বীরপাড়া থেকে কুশীনাথ হালদারকে গ্রেফতার করে সিআইডি। তার সার্টিফিকেট দেওয়া হয়েছে বারাসতের অল্টারনেটিভ মেডিক্যাল কাউন্সিল থেকে।
এই সূত্র ধরেই অল্টারনেটিভ মেডিক্যাল কাউন্সিলের অফিসে হানা দেয় সিআইডি। উদ্ধার হয় প্রচুর জাল মার্কশিট, সার্টিফিকেট সহ অন্যান্য নথি। সংস্থার কর্মীদের জিজ্ঞাসাবাদের পর অফিস সিল করে দেন গোয়েন্দারা। সংস্থার মালিক রমেশ চন্দ্র বৈদ্যর বাড়িতেও তল্লাসি চালায় সিআইডি। যদিও তিনি বাড়িতে ছিলেন না।
আরও পড়ুন, আগামী ৩০ মে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ