আন্তঃরাজ্য জালনোট পাচারের কিংপিন, এনআইএ হেফাজতে মালদহের বাসিন্দা
গাজিয়াবাদ থেকে শাহনওয়াজ আনসারি ও মুরাদ আলম নামে দুজনকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিস। তাদের জিজ্ঞাসবাদ করেই তৌসিফের নাম উঠে আসে
নিজস্ব প্রতিবেদন: এনআইএর তত্পরতায় গ্রেফতার আন্তঃরাজ্য জালনোট পাচারের কিংপিন। ধৃত তৌসিফ আলম মালদহের বাসিন্দা। তদন্তে জানা গিয়েছে বাংলাদেশ থেকে অত্যন্ত উন্নতমানের জাল ভারতীয় টাকা এনে দেশে ছড়িয়ে দিত।
আরও পড়ুন-বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় ঘোষণা করে 'ফৈজাবাদ বৃত্ত' সম্পূর্ণ করলেন বিচারক যাদব
উল্লেখ্য, এই জালনোটের কারবারের তদন্তভার ছিল উত্তরপ্রদেশ এটিএসের হাতে। মাস কয়েক আগে গাজিয়াবাদ থেকে শাহনওয়াজ আনসারি ও মুরাদ আলম নামে দুজনকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিস। তাদের জিজ্ঞাসবাদ করেই তৌসিফের নাম উঠে আসে। শেষপর্যন্ত তৌসিফকে গ্রেফতার করে এনআইএ।
আরও পড়ুন-'অত্যন্ত গুরুত্বপূর্ণ রায়, আজ সবার খুশির দিন', বাবরি রায়ে উচ্ছ্বসিত আডবানি
উল্লেখ্য, কাটিহারের বাসিন্দা মুরাদ আলমের কাছ থেকে ২,৪৯,৫০০ টাকার জাল নোট উদ্ধার করেছিল উত্তরপ্রদেশ পুলিস।