খুন হলেন আরামবাগ পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান দীপক সরকার
Updated By: Aug 15, 2017, 02:28 PM IST
ওয়েব ডেস্ক: খুন হলেন আরামবাগ পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান দীপক সরকার। বাড়ির কাছে ক্লাবের সামনে থেকেই দীপক সরকারের রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছে। তাঁর মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রশ্ন উঠতে পারে, কে এই দীপক সরকার? আসলে বাম জামানায় টানা পনের বছর আরামবাগ পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন তিনি। ভালভাবেই নিজের দায়িত্বভার সামলে ছিলেন তিনি।
আরও পড়ুন জলের তোড়ে ভেসে গেল কিষাণগঞ্জের কাছে সুধানি ব্রিজ
যদিও তাঁর রাজনৈতিক জীবনে আসে বদল। একসময়কার মার্কসবাদী ফরওয়ার্ড ব্লক নেতা দীপক সরকার পরে দল বদলে তৃণমূলে যোগ দিয়ে ছিলেন। এই খুনের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
আরও পড়ুন স্ত্রীর মুখ ইট দিয়ে থেঁতলে দিল স্বামী