হাতির হানায় তছনছ স্কুলবাড়ি

এরপর স্কুলের ভেতরে রাখা মিড ডে মিলের মজুত এক কুইন্ট্যাল চালও খেয়ে চলে যায় হাতিটি। 

Updated By: Apr 1, 2019, 10:29 AM IST
হাতির হানায় তছনছ স্কুলবাড়ি

নিজস্ব প্রতিবেদন: ফের হাতির হানায় তছনছ স্কুল বাড়ি। ঘটনাটি ঘেটেছে বাঁকুড়ার সোনামুখী ব্লকের কড়াশলি প্রাথমিক বিদ্যালয়ে। রবিবার রাতে স্কুলবাড়ির দেওয়ার ভেঙে ঢুকে পড়ে একটি হাতি। ভেঙে ফেলে স্কুলের দরজাও। এরপর স্কুলের ভেতরে রাখা মিড ডে মিলের মজুত এক কুইন্ট্যাল চালও খেয়ে চলে যায় হাতিটি। 

আরও পড়ুন: কলকাতায় উদ্ধার নগদ-সহ ৭ কোটির চোরাই সোনা

এদিন হাতির উপদ্রবে স্কুলের ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। ছাত্র ছাত্রীদের পানীয় জলের একমাত্র উৎস সাব মার্সিবল পাম্পটিও ভেঙে যায় এদিন। তছনছ করে দেয় স্কুলের সামনের বাগানও। সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা এই অবস্থা দেখা মাত্রই খবর দেন প্রধান শিক্ষককে। হাতির হামলায় আতঙ্কে ছড়িয়েছে। দ্রুত ব্যবস্থা নেোয়ার আর্জি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। 

Tags:
.