লালগড়ের ছোটপেলিয়ায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যুর সঙ্গে যুঝছে একটি দাঁতাল
Updated By: Aug 5, 2017, 04:39 PM IST
ওয়েব ডেস্ক: বন দফতরের প্রচারই সার। লালগড়ের ছোটপেলিয়ায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যুর সঙ্গে যুঝছে একটি দাঁতাল। ফসল বাঁচাতে বিদ্যুতের তার দিয়ে ধানজমি ঘিরে রেখেছিলেন এক কৃষক। সেই জায়গা পেরোতে গিয়েই বিদ্যুত্স্পৃষ্ট হয় দাঁতালটি। বেশ কিছুটা দূরে ছিটকে পড়ে। রাতভর সেখানে পড়েই ছটফট করতে থাকে। এখন অনেকটাই নিস্তেজ হয়ে গিয়েছে হাতিটি। তার বাঁচার সম্ভাবনা কম বলেই মনে করছেন বনকর্মী ও চিকিত্সকরা। গতকালই ৪০টি হাতির একটি দল ঢোকে এই এলাকায়। মৃতপ্রায় হাতিটির শাবকও ওই দলে রয়েছে বলে মনে করা হচ্ছে।