বক্সা টাইগার রিজার্ভে বজ্রপাতে মৃত্যু হাতির

হাতির দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Updated By: Apr 22, 2021, 05:11 PM IST
বক্সা টাইগার রিজার্ভে বজ্রপাতে মৃত্যু হাতির

নিজস্ব প্রতিবেদন: উত্তরবঙ্গে হাতির কপালে দুঃখের যেন শেষ নেই। কখনও চোরাশিকারির হাত মৃত্যু, কখনও রেল ট্র্যাকে ট্রেনের ধাক্কায় মৃত্যু, কখনও সড়কে গাড়ির ধাক্কায় মৃত্যু। এবার হাতি মরল বজ্রাঘাতে।

ঘটনাটি ঘটেছে বুধবার। আলিপুরদুয়ার (alipurduar) বক্সা ব্যাঘ্র প্রকল্পে (buxa tiger reserve)। আলিপুরদুয়ার বক্সা ব্যাঘ্র প্রকল্পের পানবাড়ি বিটে একটি হাতির (elephant) দেহ উদ্ধার হয় ৷ বন দপ্তরের আশঙ্কা, বুধবার রাতে বজ্রাঘাতে (thunderstorm) কোনও ভাবে মৃত্যু হয়েছে হাতিটির ৷

আরও পড়ুন: ২২ এপ্রিল থেকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ বেলুড় মঠ

বন দফতর সূত্রেই জানা যাচ্ছে, পূর্ণবয়স্ক পুরুষ হাতিটি অন্যদের সঙ্গে দলবেঁধেই পানবাড়ি বিটের (panbari beat) জঙ্গলে (forest) ঘোরাঘুরি করছিল ৷ তখনই কোনও ভাবে বজ্রাঘাতে মৃত্যু হয় হাতিটির ৷

বৃহস্পতিবারই হাতির দেহটির ময়নাতদন্ত (post mortem) হবে ৷ 

আরও পড়ুন: এবার চা-বাগানগুলিতেও চলছে টিকাকরণের কাজ

.