আতঙ্কে মালবাজার, গৃহকর্তাকে মাটিতে ফেলে পিষে মারল বুনো হাতি
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সোমবার রাত দুটো নাগাদ বাগ্রাকোট এলাকায় ওই ব্যক্তির বাড়িতে হানা দেয় একটি বুনো হাতি। হাতি দেখে পালাতে যান মদন টিজ্ঞা ঠিক সেই সময়েই বাড়ির উঠোনে মদনকে আছড়ে ফেলে হাতিটি। ঘটনা স্থলেই মৃত্যু হয় মদনের।
নিজস্ব প্রতিবেদন: ফের বুনো হাতির তাণ্ডবে জেরবার মালবাজার। মালবাজার মহকুমার বাগ্রাকোট চা বাগান এলাকার ঘটনা। হাতির আক্রমনে মৃত্যু হল এক চা শ্রমিকের। বছর ৫৬-র মৃত শ্রমিকের নাম মদন টিজ্ঞা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সোমবার রাত দুটো নাগাদ বাগ্রাকোট এলাকায় ওই ব্যক্তির বাড়িতে হানা দেয় একটি বুনো হাতি। হাতি দেখে পালাতে যান মদন টিজ্ঞা ঠিক সেই সময়েই বাড়ির উঠোনে মদনকে আছড়ে ফেলে হাতিটি। ঘটনা স্থলেই মৃত্যু হয় মদনের।
আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসা আরামবাগে, বদলি করা হল এসডিপিও-কে
স্থানীয় সূত্রে খবর, রাত তিনটে নাগাদ আবার বাজার হয়ে মংপং জঙ্গলে ফিরে যায়। খবর পেয়ে ঘটনা স্থলে আসে চেল রেঞ্জের বন কর্মী এবং মাল স্কোয়াডের বন কর্মীরা। খবর পেয়ে ঘটনা স্থলে আসে মালবাজার থানার পুলিসও। এরপর মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি বন দফতরের কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষেরা। গ্রামের মানুষদের অভিযোগ প্রতিনিয়ত এলাকায় টহলদারি হয় না।হাতির সমস্যায় কার্যত জেরবার গোটা এলাকা।
এই প্রসঙ্গে চেল রেঞ্জের বিট অফিসার দীনেশ ছেত্রী বলেন, গতকাল রাতভোর আমরা বাগ্রাকোট গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় টহলদারি করেছি। তবে মঙ্গলবার ভোরে খবর পাই বাগ্রাকোট বাজার এলাকায় হাতির আক্রমনে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। এটা সত্যি দুঃখের। সরকারি নিয়ম অনুয়ায়ী ক্ষতিপূরণ পাবে মৃতের পরিবার। পাশাপাশি আজ থেকে টহলদারি আরও বাড়ানো হবে।