৫০ হাজার দুষ্কৃতীকে গ্রেফতার করতে না পেরে নির্বাচন কমিশনের রোষে রাজ্য পুলিস-প্রশাসন

এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের নির্দেশ, পলাতক দুষ্কৃতীদের নাম বাদ দিতে হবে ভোটার তালিকা থেকে।

Updated By: Mar 5, 2019, 09:48 AM IST
৫০ হাজার দুষ্কৃতীকে গ্রেফতার করতে না পেরে নির্বাচন কমিশনের রোষে রাজ্য পুলিস-প্রশাসন

নিজস্ব প্রতিবেদন: শিয়রে লোকসভা নির্বাচন। দিনক্ষণ ঘোষণার আগেই দুষ্কৃতীদের জেলে ঢোকাতে চায় নির্বাচন কমিশন। কিন্তু পশ্চিমবঙ্গের ২৪টি জেলায় সেই কাজ সেভাবে হয়নি বলে অভিযোগ। সেই কারণেই নির্বাচন কমিশনের রোষের মুখে পড়লেন জেলাশাসক ও পুলিস সুপাররা।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের ২৪টি জেলায় এখনও পর্যন্ত ৫০ হাজার অভিযুক্তে গ্রেফতার করা সম্ভব হয়নি। তাদের পলাতক বলে নির্বাচন কমিশনারকে জানিয়েছে রাজ্যের পুলিস সুপাররা। তার পরই ক্ষোভ প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

ওই অভিযুক্তদের বিরুদ্ধে কেন জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা বলবত্ হয়নি সেই প্রশ্নই তোলা হয়েছে। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের নির্দেশ, পলাতক দুষ্কৃতীদের নাম বাদ দিতে হবে ভোটার তালিকা থেকে।

আরও পড়ুন : শাসকের সন্ত্রাস না থামলে পশ্চিমবঙ্গে নির্বাচন নয়, কমিশনকে জানিয়ে এলেন মুকুল

প্রশাসন সূত্রে খবর, বড় জেলাগুলিতে গড়ে চার হাজার, ছোট জেলায় দু'হাজার করে গ্ৰেফতারি পড়ে আছে। এতেই ক্ষুব্ধ কমিশন। সব জেলাকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হল।

.