ছাপ্পা ভোটে মদত, সরল পূর্ব বর্ধমানের অভিযুক্ত প্রিসাইডিং অফিসার

ভোটগ্রহণ পর্ব শুরু হওয়ার ঘণ্টা দুই-এর মধ্যেই ছাপ্পা ভোট চলছিল বলে অভিযোগ। আর তাতেই মদত দিচ্ছিলেন এই প্রিসাইডিং অফিসারও।

Updated By: Apr 29, 2019, 10:31 AM IST
ছাপ্পা ভোটে মদত, সরল পূর্ব বর্ধমানের অভিযুক্ত প্রিসাইডিং অফিসার

নিজস্ব প্রতিবেদন: ভোট শুরু হতে না হতেই জমছে অভিযোগের পাহাড়। সকাল থেকেই আসছে বিক্ষিপ্ত অশান্তির খবর। এবার ছাপ্পা ভোটে মদত দেওয়ার অভিযোগে অপসারণ করা হল খাজি হাইস্কুলের প্রিসাইডিং অফিসারকে। অভিযোগ, নিয়ম না থাকলেও এদিন ভোটারদের সঙ্গে আরও একজন করে বুথে ঠুকছিলেন এবং ছাপ্পা ভোটে বাধ্য করছিলেন ভোটারদের, ভোটগ্রহণ পর্ব শুরু হওয়ার ঘণ্টা দুই-এর মধ্যেই ছাপ্পা ভোট চলছিল বলে অভিযোগ। কমিশনের কাছে এই অভিযোগ পৌঁছালে তখনই সরিয়ে দেওয়া হয় ওই প্রিসাইডিং অফিসার। 

আরও পড়ুন: চতুর্থ দফা ভোটে উত্তপ্ত নদিয়া, উদ্ধার তাজা বোমা

ইতিমধ্যেই তাঁর জায়গায় অন্য আরেকজন প্রিসাইডিং অফিসারকে নিযুক্ত করা হয়েছে। উল্লেখ্য,  চতুর্থ দফায় বাংলার মোট ৮টি আসনে চলছে ভোটগ্রহণ পর্ব। নিরাপত্তা ব্যবস্থায় জোর দিলেও প্রথম দু- ঘণ্টাতেই অভিযোগের সংখ্যা হাজার ছাড়িয়ে গিয়েছে।

কমিশন সূত্রে খবর,  এখনও পর্যন্ত অভিযোগ এসেছে ১০৭৬। এবং তার মধ্যে রফা হয়েছে ১০০৬ অভিযোগের।

.