অভিযোগের শীর্ষে বাংলা, বিশেষ পর্যবেক্ষক নিয়োগ নির্বাচন কমিশনের
এর আগের নির্বাচনগুলিতে রাজ্যে বিশেষ পর্যবেক্ষক ছিল। কিন্তু একই সঙ্গে বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক ও পুলিস পর্যবেক্ষক এই প্রথম। তাই এই সিদ্ধান্তকে নজিরবিহীন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
নিজস্ব প্রতিবেদন: পশ্চিমবঙ্গের ভোট নিয়ে সতর্ক নির্বাচন কমিশন। বারবার নির্বাচন সংক্রান্ত অভিযোগ ওঠায় বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হল নির্বাচন কমিশনের তরফে। ওই দায়িত্ব দেওয়া হয়েছে বিহারের প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিক অজয় নায়েককে।
গত ১০ মার্চ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে কমিশন। গোটা দেশে সাত দফায় নির্বাচন হচ্ছে। বাংলাতেও সাত দফাতেই নির্বাচন। গোড়া থেকেই বাংলার ভোট নিয়ে কড়া নির্বাচন কমিশন।
আরও পড়ুন: হিন্দু বিরোধীদের প্রতিহত করুন, প্রশাসনের নাকের ডগায় বাড়ি বাড়ি প্রচার আরএসএসের
গত ১০ মার্চ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে কমিশন। গোটা দেশে সাত দফায় নির্বাচন হচ্ছে। বাংলাতেও সাত দফাতেই নির্বাচন। গোড়া থেকেই বাংলার ভোট নিয়ে কড়া নির্বাচন কমিশন।
প্রতিটি কেন্দ্রে পর্যবেক্ষক ও পুলিস পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। বাংলার জন্য বিশেষ পুলিস পর্যবেক্ষকও এর আগে নিয়োগ করেছে নির্বাচন কমিশন। এবার আরও একজন বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে।
আরও পড়ুন: জলপাইগুড়ি: বিজেপির চিকিত্সক জয়ন্তের সঙ্গে টক্কর তৃণমূলের সাংসদ বিজয়চন্দ্র
বাংলার বিশেষ পুলিস পর্যবেক্ষক বিবেক দুবে। প্রথম দফার নির্বাচনের আগে সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছে বিবেক দুবেকে। এ রাজ্যে প্রথম দফার নির্বাচন হয়েছে ১১ এপ্রিল। সেদিন সকাল পর্যন্ত বিবেক দুবে কোচবিহারে ছিলেন। ওইদিন ওই কেন্দ্রে ভোট হয়েছে।
তার পর রাজ্যের একাধিক জেলায় গিয়ে পুলিসের আধিকারিকদের সঙ্গে বৈঠক করতে দেখা গিয়েছে তাঁকে। এবার তাঁর সঙ্গে যুক্ত হলেন আরও এক বিশেষ পর্যবেক্ষক। অজয় নায়েক বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক।
আরও পড়ুন: ঢক্কানিনাদই সার, দ্বিতীয় দফাতেও ১০০ শতাংশ কেন্দ্রে থাকছে না কেন্দ্রীয় বাহিনী
এর আগের নির্বাচনগুলিতে রাজ্যে বিশেষ পর্যবেক্ষক ছিল। কিন্তু একই সঙ্গে বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক ও পুলিস পর্যবেক্ষক এই প্রথম। তাই এই সিদ্ধান্তকে নজিরবিহীন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।