Habra Murder: সম্পত্তি নিয়ে বিবাদ! দাদার হাতে 'খুন' ভাই

ঘটনার তদন্ত শুরু করেছে

Updated By: Apr 24, 2022, 10:30 PM IST
Habra Murder: সম্পত্তি নিয়ে বিবাদ! দাদার হাতে 'খুন' ভাই
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন: উত্তর ২৪ পরগনার হাবরা থানার যশুর এলাকায় দাদার বিরুদ্ধে ভাইকে খুনের অভিযোগ। পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই খুন বলে পুলিস সূত্রে খবর। পলাতক অভিযুক্ত।

অভিযুক্তের নাম অভিজিৎ ঘোষ। খুন হয়েছেন রঞ্জিত ঘোষ। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তি ছিল। একাধিকবার গ্রামের সদস্য থেকে থানার দ্বারস্থ হয়েছে পারিবার। রবিবার সন্ধেয় ফের একবার দু'জনের মধ্যে অশান্তি চরমে ওঠে। অভিযোগ, অস্ত্র দিয়ে রঞ্জিতকে আঘাত করে অভিজিৎ। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রঞ্জিতকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।  

স্থানীয় সূত্রে খবর, অভিজিৎ ঘোষের বাবার দুটি বিয়ে। তার অনেক ভাই বিদেশেই থাকে। লকডাউন হওয়ার পর বাড়ি ফিরে এসে ছোটখাটো ব্যবসা শুরু করেন অনেকে। তাদের মধ্যে প্রায়শই সম্পত্তি নিয়ে গণ্ডগোল হত। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে হাবড়া থানার পুলিস।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.