গোষ্ঠীদ্বন্দ্বের জের, গেরুয়া পার্টি অফিসে সবুজ রঙ করে বিজেপিরই কর্মী

কিন্তু কেন হঠাত্‍ রং বদল? দলের একাংশের অভিযোগ, পুরনো কর্মীদের উপেক্ষা করে অর্থের বিনিময়ে অন্য দল থেকে আসা কর্মীদের ভাল পদে বসাচ্ছিলেন  জেলা সভাপতি কিশোর কল। 

Updated By: Sep 23, 2020, 07:38 PM IST
গোষ্ঠীদ্বন্দ্বের জের, গেরুয়া পার্টি অফিসে সবুজ রঙ করে বিজেপিরই কর্মী

নিজস্ব প্রতিবেদন: গোষ্ঠীদ্বন্দ্বে বদলে গেল পার্টি অফিসের রং। গেরুয়া রং রাতারাতি হয়ে গেল সবুজ। তাও আবার বিজেপি কর্মীদের তুলির টানেই। এমনই ঘটনার সাক্ষী থাকল দমদমের ছাতাকল এলাকা। ১৯৯২ সালে বিজেপির দখলে ছিল এই পার্টি অফিস। কিন্তু কেন হঠাত্‍ রং বদল? দলের একাংশের অভিযোগ, পুরনো কর্মীদের উপেক্ষা করে অর্থের বিনিময়ে অন্য দল থেকে আসা কর্মীদের ভাল পদে বসাচ্ছিলেন  জেলা সভাপতি কিশোর কল। 

আরও পড়ুন:  দুর্গ আগেই হাতছাড়া, এবার দিলীপের 'পায়ের তলায় মাটি' কাড়তে মরিয়া তৃণমূল

তাঁদের আরও অভিযোগ, এ ব্যাপারে বিজেপি রাজ্যসভাপতি দিলীপ ঘোষকে জানিয়েও কোনও লাভ হয়নি। এরই প্রতিবাদে দমদমের ছাতাকলে দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন বিজেপি কর্মীরা। এমনকি দলীয় পতাকা এবং পোস্টারও নিজের হাতে খুলে ফেলেন। তারপর প্রায় তিন দশক ধরে পদ্ম শিবিরের দখলে থাকা পার্টি অফিস আজ গেরুয়া থেকে সবুজ হয়ে গেল। 

.