প্রেমের প্রস্তাব নাকচ, মাঝ রাস্তায় অ্যাসিড হামলার শিকার ছাত্রী
প্রতিবারই সেই প্রস্তাব ফিরিয়ে দেয় ছাত্রী। আর তার জেরেই আক্রোশের মুখে পড়ে সে।
Updated By: Sep 15, 2019, 06:39 PM IST
নিজস্ব প্রতিবেদন: সেপ্টেম্বর ঘটনাটি ঘটেছে দাসপুরের সুপা গ্রামে। জানা গিয়েছে, স্বদেশ কুইলা নামে স্থানীয় এক যুবক বারবারই প্রেমের প্রস্তাব দিচ্ছিল ওই ছাত্রীকে। তবে প্রতিবারই সেই প্রস্তাব ফিরিয়ে দেয় ছাত্রী। আর তার জেরেই আক্রোশের মুখে পড়ে সে।
পুলিস সূত্রে খবর, সে দিন পড়া শেষে বাড়ি ফিরছিল ওই ছাত্রী। রাস্তাতেই তাঁকে অ্যাসিড ছুড়ে মারা হয়। তার সঙ্গে ছিল তাঁর বান্ধবীও। আহত হয় সেও। ঘটনায় অভিযুক্ত স্বদেশ কুইলাকে গ্রেফতার করেছে দাসপুর থানার পুলস। আজ ধৃতকে ঘাটাল মহকুমা আদালতে তোলা হলে তাঁকে ৪ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেয় ঘাটাল আদালত। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
আরও পড়ুন: সন্তানকে ঘাটে রেখে দিঘায় সমুদ্রস্নানে নামে বাবা, মা; নিখোঁজ শিশু
Tags: