অতিবৃষ্টির শিকার উত্তর দিনাজপুরে, ক্ষয়ে যাওয়া দেওয়াল চাপা পড়ে মৃত্যু শিশুর

সোমবার ঘটনাটি ঘটেছে  উত্তর দিনাজপুর ইটাহার থানার পুর্ব চালুনিয়া গ্রামে।

Updated By: Oct 1, 2019, 10:53 AM IST
অতিবৃষ্টির শিকার উত্তর দিনাজপুরে, ক্ষয়ে যাওয়া দেওয়াল চাপা পড়ে মৃত্যু শিশুর

নিজস্ব প্রতিবেদন: বৃষ্টির মধ্যেই দোকানে চানাচুর কিনতে গিয়েছিল খুদে। তবে তার আর বাড়ি ফেরা হল না। বাড়ি ফেরার পথে প্রতিবেশীর মাটির দেওয়াল চাপা পরে মৃত্যু হল ৭ বছরের এক শিশুর। সোমবার ঘটনাটি ঘটেছে  উত্তর দিনাজপুর ইটাহার থানার পুর্ব চালুনিয়া গ্রামে। পুলিস সূত্রে খবর, শিশুর নাম শহীদ সরকার। 

স্থানীয় সূত্রে খবর, এ দিন বাড়ির পাশেই একটি দোকানে গিয়েছিল শহীদ। এরপর বাড়ি ফেরার সময় লাগাতার বৃষ্টির কারণে ক্ষয়ে যাওয়া একটি মাটির দেওয়াল ভেঙে পড়ে তারওপর। সেখান থেকেই বেরতে পারেনি সে। 

আরও পড়ুন: ৩০ টাকার লটারি কেটে ৫০ লক্ষ টাকার পুরস্কার জিতলেন গুসকরার রিকসাচালক

বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ইটাহার ব্লক স্বাস্থ্য কেন্দ্র ও পরে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ  হাসপাতলে নিয়ে গেলে সেখানেই মৃত বলে ঘোষণা করা হয় তাঁকে। এদিন মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতাল হয়। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিস

.