একাধিক ব্যবসায়ী করোনা আক্রান্ত, ঝুঁকি এড়াতে বন্ধ হল শিলিগুড়ির হংকং মার্কেট
অন্যদিকে এই মার্কেট লাগোয়া বিধান মার্কেটে একাধিক ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন। সুরক্ষা ব্যবস্থার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে ব্যবসায়ী সমিতি।
নিজস্ব প্রতিবেদন: করোনার প্রভাবে বন্ধ হয়ে গেল শিলিগুড়ির হংকং মার্কেট। ব্যবসায়ী সমিতির সিদ্ধান্ত, আগামী ৩০ জুন পর্যন্ত বন্ধ রাখা হবে মার্কেট। এই মার্কেট এলাকায় ছোট জায়গায় প্রচুর দোকান রয়েছে। কাজেই নানা পদ্ধতিতে স্যানিটাইজ ও সামাজিক দূরত্ব বজায়ের চেষ্টা করলেও তাতে যথেষ্ট ঝুঁকি রয়েই যাচ্ছে।
আরও পড়ুন: লকডাউনের পর প্রথম! রথযাত্রা উপলক্ষে আগামিকাল ছুটি ঘোষণা রাজ্য সরকারের
অন্যদিকে এই মার্কেট লাগোয়া বিধান মার্কেটে একাধিক ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন। সুরক্ষা ব্যবস্থার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে ব্যবসায়ী সমিতি। জানানো হয়েছে আপাতত বন্ধ রাখা হবে মার্কেট। উল্লেখ্য, করোনা উত্তরবঙ্গে উদ্বেগ বাড়ালেও আপাতত পরিস্থিতি কিছুটা হলেও আয়ত্তে।
আরও পড়ুন: ফোন করে ডেকে বাড়িতে পাঠায় প্রেমিকা, তারপর ছাদ থেকে ফেলে দিয়ে 'খুন' প্রেমিককে
সোমবারই সাংবাদিক বৈঠকে স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। কমেছে আক্রান্ত হওয়ার হার। পাশাপাশি বেড়েছে সুস্থতার হারও। প্রায় ৬০ শতাংশ মানুষ করোনামুক্ত হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।