২ ছাত্রীকে উদ্দেশ করে কটুক্তি-অশালীন আচরণের অভিযোগ মদ্যপ সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে
মদ্যপ সিভিক ভলেন্টিয়ারের কীর্তি। দুই ছাত্রীকে উদ্দেশ্য করে কটুক্তি-অশালীন আচরণের অভিযোগ। শেষপর্যন্ত কীর্তিমান সুব্রত দাসকে পুলিসের হাতে তুলে দিলেন এলাকার মানুষ। দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের ঘটনা।
ওয়েব ডেস্ক : মদ্যপ সিভিক ভলেন্টিয়ারের কীর্তি। দুই ছাত্রীকে উদ্দেশ্য করে কটুক্তি-অশালীন আচরণের অভিযোগ। শেষপর্যন্ত কীর্তিমান সুব্রত দাসকে পুলিসের হাতে তুলে দিলেন এলাকার মানুষ। দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের ঘটনা।
অভিযোগ, গতকাল রাতে সাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন দুই ছাত্রী। বুড়োরঘাট মোড় থেকে তাদের পিছু নেন সুব্রত। শুরু হয় কটুক্তি। কিছুটা যাওয়ার পর বাইক দিয়ে দুজনকে ধাক্কা মারেন সুব্রত। পড়ে যান দুই ছাত্রী। গোলমাল শুনে ছুটে আসেন এলাকার লোকজন। সুব্রতকে আটকে রাখা হয়। পরে জয়নগর থানার পুলিস পৌছলে তাদের হাতে তুলে দেওয়া হয় সুব্রতকে।
আরও পড়ুন, সাতসকালে টালা ব্রিজে লরির সঙ্গে ধাক্কা বাইকের, আশঙ্কাজনক বাইক আরোহী