Jalpaiguri: বিজয়া সম্মিলনীতে দর্শক আসনে তৃণমূল জেলা নেতৃত্ব, মঞ্চে তখন...
Jalpaiguri: বিজয়া দলের প্রাক্তন নেতা ননী গোপাল সরকার বলেন, আমাদের দল সবাই আমরা কর্মী। আমরা হয়তো আগে এসে কাজ কাজ করেছি। এখন নতুন যারা এসেছে তারা দলটিকে এগিয়ে নিয়ে যাবে
প্রদ্যুত্ দাস: মঙ্গলবার বিকেলে জলপাইগুড়িতে ছিল তৃণমূলের জলপাইগুড়ি জেলা কমিটির বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠান শুরুর থেকে শেষ পর্যন্ত দর্শক আসনে বসে থাকলেন বর্তমান জেলা নেতৃত্ব। আর মঞ্চে থাকা আসনগুলি অলঙ্কৃত করলেন দলের প্রবীণ নেতা নেত্রীরা। প্রবীণদের সম্মাননা জানানোর অনন্য প্রয়াস দেখা গেল জলপাইগুড়িতে। এইভাবে আপ্যায়ন পেয়ে আপ্লুত প্রাক্তনীরা।
আরও পড়ুন-একেও বলতে হবে বাবা! নিজের ৫ বছরের মেয়েকেই গলা টিপে...
উল্লেখ্য তৃণমূলের প্রবীণ নেতা কর্মীদের মুখে প্রায়শই শোনা যায় দলে তাঁরা সম্মান পাচ্ছেন না। তাই মমতা ব্যানার্জীর নির্দেশ ছিল বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে প্রবীণদের ডেকে নিয়ে তাদের সম্মান জানিয়ে অনুষ্ঠান করতে হবে। তারই নির্দেশ মতো আজ জলপাইগুড়িতে অভিনব কর্মসূচি পালন করলো জেলা তৃণমূল। এতে খুশি প্রবীণরা।
দলের প্রাক্তন নেতা ননী গোপাল সরকার বলেন, আমাদের দল সবাই আমরা কর্মী। আমরা হয়তো আগে এসে কাজ কাজ করেছি। এখন নতুন যারা এসেছে তারা দলটিকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের তো অবসরের সময় চলে এসেছে। ছোটরা এবার দল চালাবে। একসময় আমরা সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছি। এখন আমাদের সরকার। এখন কাজ করার সুযোগ অনেক বেশি। সবাই মিলে যদি এগিয়ে যেতে পারি তাহলে রাজ্যটার আরও উন্নতি হবে। এই প্রচেষ্টা খুবই ভালো।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)