কাল থেকে দায়িত্ব বন্টন, আজই জেলায় জেলায় বিজেপির পঞ্চপাণ্ডব
লক্ষ্য একটাই। সময় নষ্ট না করে ঘর গোছানো। ফাঁক ফোকর থাকলে দ্রুত ভরাট করা।
নিজস্ব প্রতিবেদন: কাল দায়িত্ব বন্টন। আর আজ থেকেই শুরু কাজ। বিজেপির পঞ্চপাণ্ডব রণং দেহি মেজাজে আজ থেকেই যার যার জেলায় পৌঁছে গিয়েছেন। লক্ষ্য একটাই। সময় নষ্ট না করে ঘর গোছানো। ফাঁক ফোকর থাকলে দ্রুত ভরাট করা।
শিলিগুড়িতে বৈঠকে বিজেপির কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি সেল-এর প্রধান অমিত মালব্য। দুর্গাপুরে কর্মীদের নিয়ে আলোচনায় বসছেন বিনোদ সোনকার। উলুবেড়িয়ার বীরশিবপুরে মেদিনীপুর নিয়ে বৈঠকে সুনীল দেওধর এবং জ্যোতির্ময় সিং মাহাতো। রাণাঘাটে দলীয় কর্মীদের নিয়ে বৈঠকে বিনোদ তাওড়ে।
আরও পড়ুন: কোচবিহারে খুন বিজেপি কর্মী, অভিযোগ তৃণমূলের দিকে, অভিযোগ অস্বীকার তৃণমূলের
বাকি পর্যবেক্ষকরাও একই মুডে। কলকাতায় পোর্ট ট্রাস্ট গেস্ট হাউজেও জরুরী বৈঠকে দুস্যন্ত গৌতম। দায়িত্ব পাওয়া নেতারা সকাল থেকে একে একে ঢুকতে শুরু করেন কলকাতায়। এদিন বিমানবন্দরেই বিপুল উত্সাহ দেখা যায় কর্মীদের মধ্য। এদিন মূলত যে দিকগুলো নিয়ে আলোচনা হবে সেগুলো হল *সংঘাত সরিয়ে কীভাবে এগোনো সম্ভব, *নতুন-পুরনো দ্বন্দ্ব সরিয়ে ঐক্যবদ্ধ বিজেপি চিত্র, *কীভাবে সমন্বয় সম্ভব, এই নিয়েই গঠনমূলক আলোচনা হওয়ার কথা।