জিএসটি নিয়ে আজ বঙ্গ বিধানসভায় আলোচনা

Updated By: Aug 7, 2017, 08:35 AM IST
জিএসটি নিয়ে আজ বঙ্গ বিধানসভায় আলোচনা

ওয়েব ডেস্ক: রাজ্য বিধানসভায় আজ রাজ্য পণ্য ও পরিষেবা বিল নিয়ে আলোচনা। শুক্রবার বিলটি পেশ করা হয়েছে। পয়লা জুলাই দেশজুড়ে কার্যকর হয়েছে অভিন্ন পণ্য পরিষেবা কর। আইন অনুযায়ী দেশের প্রতিটি রাজ্যকে সেই অনুযায়ী নিজস্ব আইন পাস করাতে হবে। যে কয়েকটি রাজ্যে এখনও এই আইন পাস হয়নি তার মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম। যদিও এই রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রই জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন। পণ্য ও পরিষেবা কর কার্যকর করাতে কেন্দ্রীয় সরকার তাড়াহুড়ো করেছে বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। কয়েকটি পণ্যে জিএসটির হার নিয়েও আপত্তি রয়েছে তাদের। (আরও পড়ুন- GST-র কোপ পড়তে পারে আপনার বেতনেও!)

.