দিলীপ ঘোষের মেরুদণ্ডের অস্ত্রোপচার

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মেরুদণ্ডে অস্ত্রোপচার। বুধবার সকালে কলকাতার বেসরকারি হাসপাতালে রাজ্য বিজেপির সভাপতির অস্ত্রোপচার করেন চিকিত্সকরা।  

Updated By: Jan 24, 2018, 11:51 AM IST
দিলীপ ঘোষের মেরুদণ্ডের অস্ত্রোপচার

নিজস্ব প্রতিবেদন: বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মেরুদণ্ডে অস্ত্রোপচার। বুধবার সকালে কলকাতার বেসরকারি হাসপাতালে রাজ্য বিজেপির সভাপতির অস্ত্রোপচার করেন চিকিত্সকরা।  

আরও পড়ুন: হাসপাতালে অসুস্থ দিলীপ, খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী

বেশ কিছু দিন ধরেই কোমরের ব্যথায় ভুগছিলেন দিলীপ ঘোষ। সোমবার সকালে তাঁর শরীরের নিম্নাংশ অসাড় হতে শুরু করে। তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় বিধাননগরের বেসরকারি হাসপাতালে। চিকিত্সকরা জানিয়েছে, দিলীপের মেরুদণ্ডে দুটি কশেরুকার মধ্যে সমস্যা দেখা দিয়েছে।  সোমবারই দিলীপ ঘোষকে ফোন করে তাঁর আরোগ্য কামনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনার মধ্যেই কলকাতায় বসন্ত জাগ্রত দ্বারে

.