দিলীপের 'গরুর স্বর্ণনাড়ি' নিয়ে মিমে ছেয়ে গেল ওয়াল

 ডেয়ারি বিশেষজ্ঞরাও অবাক দিলীপ ঘোষের তত্ত্ব শুনে। 

Updated By: Nov 5, 2019, 05:42 PM IST
দিলীপের 'গরুর স্বর্ণনাড়ি' নিয়ে মিমে ছেয়ে গেল ওয়াল

নিজস্ব প্রতিবেদন : দেশি গরুর দুধে সোনা। আর বিদেশি গরু আন্টি। বর্ধমান শহরের টাউনহলে গাভীকল্যাণ সমিতি'র সভায় গরুর বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের তত্ত্ব শুনে চক্ষু চড়কগাছ নেটিজেনদের। "গরুর দুধে সোনার ভাগ থাকে। তাই দুধের রঙ হলুদ হয়", দাবি দিলীপ ঘোষের। সেই সঙ্গে আরও এক ধাপ এগিয়ে ঠিক কীভাবে এই সোনা তৈরি হয়, তারও অভিনব ব্যাখ্যা দিলেন বিজেপির রাজ্য সভাপতি। তাঁর মতে, "দেশি গরুর কুঁজের মধ্যে স্বর্ণনাড়ি থাকে। সূর্যের আলো পড়লে, সেখান থেকে সোনা তৈরি হয়।" 

শুধু তাই নয়, দেশি গরু যে বিদেশি গরুর তুলনায় ঢের ভাল, তাও বুঝিয়ে দেন দিলীপ ঘোষ। তিনি বলেন, "বিদেশ থেকে আনা গরু হাম্বা ডাকে না। যে 'হাম্বা' ডাকে না, সে গরুই নয়। গোমাতা নয়, ওটা আন্টি।" দিলীপ ঘোষের এই মন্তব্যগুলি সোশ্যাল মিডিয়ায় ছড়াতে বেশি সময় লাগেনি। আর তার পরেই যেন ঝাঁপিয়ে পড়েন মিমাররা। বিভিন্ন মিম, ছবি এমনকি কবিতায় ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া। বিষয়, অবশ্যই গরুর স্বর্ণনাড়ি ও আন্টি গোরু। 

 

 

 

গরু নিয়ে দিলীপ ঘোষের তত্ত্ব নিয়ে কবিতাও লেখেন এক ফেসবুক ব্যবহারকারী। 'অবনী বাড়ি আছ'-এর প্যারোডি সেই কবিতা মন কেড়েছে নেটিজেনদের।

 

সব মিলিয়ে সোশ্যাল মিডিয়া এখন ছেয়ে 'স্বর্ণনাড়ি তত্ত্ব' নিয়ে মিমে। ডেয়ারি বিশেষজ্ঞরাও অবাক দিলীপ ঘোষের তত্ত্ব শুনে। 

.