বাংলার আটকেপড়া মানুষদের খাওয়া থাকার ব্যবস্থা করুন, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি দিলীপ ঘোষের

দিলীপ ঘোষ আরও লিখেছেন,এ রাজ্যেও যদি আপনার রাজ্যের কেউ আটকে থাকেন তাদের তালিকা পাঠান। আমরা তার খাওয়া থাকার ব্যবস্থা করব

Updated By: Apr 8, 2020, 11:30 PM IST
বাংলার আটকেপড়া মানুষদের খাওয়া থাকার ব্যবস্থা করুন, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি দিলীপ ঘোষের

নিজস্ব প্রতিবেদন: লকডাউনে ভিন রাজ্যে আটক পড়েছেন রাজ্যের কয়েক হাজার শ্রমিক। তাদের খাওয়া থাকার ব্যবস্থা করার অনুরোধ জানিয়ে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি লিখলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

আরও পড়ুন-রেশন নিয়ে কালোবাজারি রুখতে কড়া পদক্ষেপ খাদ্যমন্ত্রীর, চালু টোল ফ্রি নম্বরও

মেদিনীপুরের সাংসদ লিখেছেন, ২১ দিনের লকডাউনে পশ্চিমবঙ্গের বহু শ্রমিক, পড়ুয়া, রোগী আপনার রাজ্যের মতো দেশের বিভিন্ন প্রান্ত আটেক পড়েছেন। খাবার না পেয়ে, থাকার জায়গা না পেয়ে, অর্থাভাবে তাঁরা দিন কাটাচ্ছেন। এদের একটা তালিকা পাঠালাম। দয়া করে এদের খাওয়া থাকা ও চিকিত্সার ব্যবস্থা করুন।

আরও পড়ুন-সামনে লম্বা লড়াই; বাড়তে পারে লকডাউনের মেয়াদ, সর্বদলীয় বৈঠকে ইঙ্গিত প্রধানমন্ত্রীর

দিলীপ ঘোষ আরও লিখেছেন, আমার অনুরোধ এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আপনার রাজ্যের আধিকারিকদের নির্দেশ দিন। আশাকরি এই খারাপ পরিস্থিত আমরা কাটিয়ে উঠতে পারব। একইসঙ্গে এ রাজ্যেও যদি আপনার রাজ্যের কেউ আটকে থাকেন তাদের তালিকা পাঠান। আমরা তার খাওয়া থাকার ব্যবস্থা করব।

.