Dilip Ghosh: '...যেন জামাকাপড় খুলে রেখে চলে যায়', শোকজের পরেও ফের বেলাগাম দিলীপ!
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে অসাংবিধানিক শব্দ প্রয়োগের জন্য দিলীপ ঘোষকে নোটিস পাঠায় নির্বাচন কমিশন। শুক্রবার-ই নির্বাচন কমিশনের শোকজের উত্তর দিয়েছেন দিলীপ ঘোষ।
অরূপ লাহা: দিলীপ আছেন দিলীপেই! ফের বেলাগাম দিলীপ ঘোষ। ফের কুকথা। শনিবার পূর্ব বর্ধমানের কামনাড়ার গৌর কালীবাড়ি মন্দিরে পুজো দেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। পুজো দিয়ে তিনি পুরোহিতের কাছে আর্শীবাদ চেয়ে বলেন, "মাকে বলুন, যাতে বর্ধমান-দুর্গাপুরের সম্মান রাখতে পারি। বহিরাগতরা যেন জামাকাপড় খুলে রেখে চলে যায়।" মন্দিরের পূজারী যদিও অবশ্য দিলীপ ঘোষের 'অনুরোধে'র উত্তরে এই আর্জি তাঁকে না জানিয়ে, সরাসরি নিজেকেই দেবীর কাছে করতে বলেন! বলেন, "মাকে বলুন, মাকে বলুন।"
কামনাড়ার পর তিনি পূর্ব বর্ধমানের ভাতাড়ে সৎখালি কালীবাড়িতেও যান। ওখানেও পুজো দেন। কামনাড়া থেকে ভাতাড় যাওয়ার পথে বাইক র্যালিও হয় দিলীপ ঘোষের প্রচারে। দিলীপ ঘোষের গাড়ির সামনেই ছিল সেই বাইক র্যালি। প্রসঙ্গত, শুক্রবার-ই নির্বাচন কমিশনের শোকজের উত্তর দিয়েছেন দিলীপ ঘোষ। তারপর শনিবার ফের স্বমহিমায় দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে অসাংবিধানিক শব্দ প্রয়োগের জন্য দিলীপ ঘোষকে নোটিস পাঠায় নির্বাচন কমিশন।
নির্বাচনী প্রচারে বেরিয়ে বেলাগাম দিলীপ ঘোষ বলেছিলেন,"দিদি গোয়ায় গিয়ে বলেন গোয়ার মেয়ে, ত্রিপুরায় গিয়ে বলেন ত্রিপুরার মেয়ে, আগে বাপ তো ঠিক করুন, যার তার মেয়ে হওয়া ঠিক নয়।" দুর্গাপুরের রাজীব গান্ধী স্মারক ময়দানে চায়ে-পে চর্চায় যোগ দিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করেন দিলীপ ঘোষ। বলেন,"গোয়ায় বলেন গোয়ার মেয়ে, ত্রিপুরায় বলেন ত্রিপুরার মেয়ে, আগে বাপ তো ঠিক করুন!যার তার মেয়ে হওয়া ঠিক নয়।"
দিলীপ ঘোষের এই মন্তব্যের পরই তোলপাড় পড়ে যায়। তীব্র নিন্দায় সরব হয় তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস দিলীপ ঘোষের বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়। দিলীপ ঘোষের মন্তব্যের জেরে অস্বস্তিতে পড়ে যায় দল বিজেপিও। সাফাই বিবৃতি দিতে বাধ্য হয় বিজেপি। দিলীপের বক্তব্যের তীব্র নিন্দা করে দল। মুখ্য়মন্ত্রীকে নিয়ে করা 'কুরুচিকর' মন্তব্যে দল যে দিলীপের পাশে নেই, তা স্পষ্ট করে দেয় বিজেপি শীর্ষ নেতৃত্বও।
দিলীপ ঘোষকে ভর্ৎসনা করে বিজেপির শীর্ষ নেতৃত্ব। কার্যত শোকজ করা হয় তাঁকে। ঘরে-বাইরে চাপের মুখে পড়ে তাঁর মন্তব্যের জন্য দুঃখপ্রকাশও করেন দিলীপ ঘোষ। বলেন, "আমার ভাষা নিয়ে বহু লোকের আপত্তি রয়েছে। পার্টিও বলেছে, অন্যরাও বলেছে যে ভাষাটা অসংশদীয়। যদি তাই হয় তাহলে তার জন্য আমি দুঃখিত।" কিন্তু এরপর এদিন মন্দিরে পুজো দিতে গিয়ে আবার বেলাগাম দিলীপ ঘোষ।
আরও পড়ুন, Rachna Banerjee: প্রাক্তন স্বামী বিজেপিতে! তৃণমূল প্রার্থী রচনা বললেন...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)