বিজেপির রথযাত্রায় ভয় পেয়ে পাল্টা কর্মসূচি তৃণমূলের: দিলীপ ঘোষ

রথযাত্রা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি।     

Updated By: Nov 16, 2018, 06:58 PM IST
বিজেপির রথযাত্রায় ভয় পেয়ে পাল্টা কর্মসূচি তৃণমূলের: দিলীপ ঘোষ

নিজস্ব প্রতিবেদন: লোকসভা ভোটের আগে বিজেপির রথযাত্রা নিয়ে জমে উঠেছে রাজ্য রাজনীতি। বিজেপির রথযাত্রাকে রাবণযাত্রা বলে খোঁচা দিয়ে পাল্টা কর্মসূচির ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের বর্ধিত কোর কমিটির সভায় তৃণমূল নেত্রী ঘোষণা করেন, রথের পাল্টা পবিত্রযাত্রা করবে তাঁর দল। মমতার পবিত্রযাত্রার পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন দিলীপ ঘোষ। 

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ''রথযাত্রা নয়, আমরা গণতন্ত্র বাঁচাও যাত্রা করছি। সারা দেশেই এটা হয়। এবার পশ্চিমবঙ্গেও হবে। আমাদের কর্মসূচির কথা শুনেই সবাই ভয় পেয়েছে। শাসক দল তৃণমূল, সিপিএম ও কংগ্রেস ইতিমধ্যেই পাল্টা কর্মসূচি নিচ্ছে অথবা আটকানোর হুমকি দিচ্ছে। আমরা জনসংযোগ স্থাপন করতে চাইছি। অন্যরাও ভোটের আগে জনসংযোগ করতে চাইলে স্বাগত''।

লোকসভা ভোটের আগে রাজ্যে রথযাত্রা করতে চলেছে ভারতীয় জনতা পার্টি। এর আগে উত্তর ভারতে রথযাত্রা করলেও বঙ্গের রাস্তায় প্রথমবার গড়াবে বিজেপির রথের চাকা। তারাপীঠ, কোচবিহার ও গঙ্গাসাগর থেকে টান পড়বে বিজেপির রথের রশিতে। তিনটি জায়গাতেই যাত্রার সূচনা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। বিজেপির রথকে ইতিমধ্যেই ফাইভস্টার হোটেল বলে খোঁচা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার নেতাজি ইন্ডোরের সভায় তৃণমূল নেত্রীর খোঁচা, রাবণযাত্রা করছে বিজেপি।  

রথযাত্রাকে নিয়ে জোরকদমে মাঠে নেমে পড়েছে বিজেপি। শুরু হয়ে গিয়েছে প্রচার। জেলায় জেলায় গিয়ে বৈঠক করছেন বিজেপি নেতারা। বিজেপির রথযাত্রায় যাতে কোনও ঝামেলা না হয়, তা বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট বার্তা, রথ যে রাস্তা কলুষিত করবে, সেই রাস্তাতেই হবে তৃণমূলের শান্তিযাত্রা অথবা পবিত্রযাত্রা। বিজেপির রথ যে রাস্তা ধরে যাবে, সেখানেই পরেরদিন পবিত্রযাত্রা করবে তৃণমূল।

দিল্লি থেকে এরাজ্যে আসছে তিনটি রথ। সেগুলি আদতে শীতাতপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক বাস। মাথায় চড়ার জন্য থাকছে বিশেষ ব্যবস্থা। সিঁড়ি দিয়ে উপরে উঠে ভাষণ দেওয়ার ব্যবস্থা থাকছে।  

আরও পড়ুন- এক্সক্লুসিভ: গোমাতার পুজো করেই তৃণমূল নেতা বললেন,'আমি গোহত্যার বিরোধী'

 

.