আমরা গণতন্ত্রে পথ ছাড়লে তৃণমূলকে কেউ বাঁচাতে পারবে না, পুলিসও না, হুঙ্কার দিলীপের

বাঁকুড়ার তামলিবাঁধ ময়দানে এদিন এক জনসভার পর দিলীপবাবু বলেন, টিটাগড়ে নিজেদের গোষ্ঠী কোন্দলে আজ তৃণমুলই তৃণমূলকে গুলি করেছে। আর বলা হচ্ছে বিজেপি খুনের চেষ্টা করেছে। বিজেপি খুনোখুনি করে না  গনতান্ত্রিক ভাবে সংগঠন পরিচালনা করি আমরা। 

Updated By: Oct 29, 2018, 08:27 PM IST
আমরা গণতন্ত্রে পথ ছাড়লে তৃণমূলকে কেউ বাঁচাতে পারবে না, পুলিসও না, হুঙ্কার দিলীপের

নিজস্ব প্রতিবেদন: টিটাগড়ে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলিকাণ্ডে চরমে পৌঁছল শাসক-বিরোধী বাকযুদ্ধ। ঘটনায় বিজেপির যুক্ত থাকার কথা অস্বীকার করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দাবি, দলীয় কোন্দলেই গুলিবিদ্ধ হয়েছেন ওই তৃণমূল নেতা। পাশাপাশি এদিনও তৃণমূলকে হুঁশিয়ারি দিতে ভোলেননি দিলীপবাবু। 

বাঁকুড়ার তামলিবাঁধ ময়দানে এদিন এক জনসভার পর দিলীপবাবু বলেন, টিটাগড়ে নিজেদের গোষ্ঠী কোন্দলে আজ তৃণমুলই তৃণমূলকে গুলি করেছে। আর বলা হচ্ছে বিজেপি খুনের চেষ্টা করেছে। বিজেপি খুনোখুনি করে না  গনতান্ত্রিক ভাবে সংগঠন পরিচালনা করি আমরা। 

দিলীপবাবুর পালটা অভিযোগ, 'তৃণমূলের ছোট বড় নেতারা রাস্তায় রাস্তায় দাদাগিরি করছেন। আমরা যেদিন গণতন্ত্রের বাইরে যাব তৃণমূলকে কেউ বাঁচাতে পারবে না। কোনো পুলিশও বাঁচাতে পারবে না।' 

গভীর রাতে মাঝ রাস্তায় মাতলামো করার অভিযোগ তৃণমূল বিধায়কের ছেলের বিরুদ্ধে

এদিনের সভা থেকে তৃণমূলের বীরভুম জেলা সভাপতি অনুব্রত মন্ডলকে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, 'ডিসেম্বরে তারাপীঠ থেকে গণতন্ত্র বাঁচাও রথযাত্রা শুরু হচ্ছে। আর সে কথা শুনেই অনুব্রত মণ্ডলের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। তিনি উলটো পালটা বকতে শুরু করেছেন। বলছেন রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে। আমরা পঞ্চায়েত নির্বাচনে সেই উন্নয়নের নমুনা দেখেছি। আমি কথা দিচ্ছি আগামী ২০১৯-এর নির্বাচনের পর আর উন্নয়ন শুয়ে পড়বে। অভিষেক মাঝে মধ্যে এসে আপনাদের অক্সিজেন দিয়ে যান তো । ১৯ এর পর আমরা সেই অক্সিজেন সিলিন্ডার কেড়ে নেব।'

.