দিদির এক্সপায়ারি হয়ে গিয়েছে, মমতাকে মমতার ভাষায় কটাক্ষ করলেন দিলীপ ঘোষ
বলে রাখি, লোকসভা নির্বাচনের প্রচারে কেন্দ্রের বিজেপি সরকারকে বারবার 'এক্সপায়ারি সরকার' বলে গলা ফাটিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সম্মোধন করেছিলেন 'এক্সপায়ারি বাবু' বলে। এবার সেই শব্দবন্ধেই মমতাকে বিঁধলেন দিলীপ।
নিজস্ব প্রতিবেদন: জিয়াগঞ্জ কাণ্ডে নিহত শিক্ষকের দাদার দাবি নস্যাৎ করলেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। একই সঙ্গে এই নিয়ে প্রশাসনের নিষ্ক্রিয়তাকে কটাক্ষ করে বললেন, 'এই রাজ্য সরকারের এক্সপায়ারি হয়ে গিয়েছে'।
শুক্রবার নদিয়ার কৃষ্ণনগরে এক বিজেপি নেতার বাড়িতে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানেই ফের জিয়াগঞ্জ কাণ্ড নিয়ে সরব হন তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'নিহত শিক্ষকের দাদা বলেছেন, বন্ধুপ্রকাশবাবু RSS-এর কর্মী ছিলেন না তবে চাঁদা দিতেন। ভাই কোন সংগঠন করতেন তা দাদা জানবেন কী করে। তাছাড়া দু'জনে আলাদা জায়গায় থাকতেন।' নিজের অবস্থানে অনড় থেকে দিলীপবাবু বলেন, 'নিহত শিক্ষক ছোটবেলা থেকেই RSS-এর সঙ্গে যুক্ত ছিলেন। বিজেপির সমর্থক ছিলেন।'
এদিন রেডরোডের পুজো কার্নিভালকে ফের একবার কটাক্ষ করেন দিলীপবাবু। বলেন, 'একদিকে মানুষের মৃত্যু মিছিল চলছে, অন্যদিকে পুজো কার্নিভাল হচ্ছে। সেই আনন্দ দিয়ে দুঃখকে চাপা দেওয়া যাবে কি না আমার জানা নেই। প্রশাসন সামলাতে পারছেন না মুখ্যমন্ত্রী লীলা খেলা সামলাচ্ছেন। সাধারণ মানুষ ভয়ে আছে।' এর পরই মমতার ভাষায় মমতাকে আক্রমণ করেন দিলীপ ঘোষ। বলেন, 'এই সরকারের এক্সপায়ারি হয়ে গিয়েছে। দিদির এক্সপায়ারি হয়ে গিয়েছে।'
বলে রাখি, লোকসভা নির্বাচনের প্রচারে কেন্দ্রের বিজেপি সরকারকে বারবার 'এক্সপায়ারি সরকার' বলে গলা ফাটিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সম্মোধন করেছিলেন 'এক্সপায়ারি বাবু' বলে। এবার সেই শব্দবন্ধেই মমতাকে বিঁধলেন দিলীপ।
রাজনীতির ঊর্ধ্বে উঠে ব্যবস্থা নিন, জিয়াগঞ্জ নিয়ে মুখ্যমন্ত্রীকে রাজধর্ম স্মরণ করালেন অপর্ণা সেন
জিয়াগঞ্জ হত্যাকাণ্ড নিয়ে ইতিমধ্যে রাজনীতির ময়দানে নেমে পড়েছে বিজেপি। এই ঘটনায় প্রশাসনিক নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বিজেপির দাবি, আসল অপরাধীদের বাঁচাতে তদন্তপ্রক্রিয়া স্লথ গতিতে চালাচ্ছে পুলিস। যদিও মুর্শিদাবাদের পুলিস সুপার মুকেশের দাবি, 'ঘটনায় রাজনীতির যোগ নেই। সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে কিছু সংগঠন।'