লোকসভা নির্বাচনে আপনিও পেতে পারেন বিজেপির টিকিট, রয়েছে একটাই শর্ত
দিলীপবাবু স্পষ্ট করেছেন, রাজনৈতিক অভিজ্ঞতা না থাকলেও লোকসভা নির্বাচনে টিকিট দেবে বিজেপি। অন্য পেশার মানুষরাও পাবেন বিজেপির টিকিট। দিলীপ ঘোষ জানান, চেনা মুখকে মানুষ ভোট দেয়। সেজন্য রাজনৈতিক দলগুলি সেলিব্রিটিদের ভোটে দাঁড় করায়।
নিজস্ব প্রতিবেদন: লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ২২টি আসনের লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছা বিজেপি। গেরুয়া হাওয়াকে কাজে লাগিয়ে এবার দার্জিলিং থেকে কাকদ্বীপ পর্যন্ত রাজ্যের ৪২টি আসনেই প্রার্থী দেবে তারা। ইতিমধ্যে প্রার্থী হতে ইচ্ছা প্রকাশ করেছেন অনেকে। সংগঠনের মধ্যে থেকে বটেই নানা ক্ষেত্র থেকে বিজেপির প্রার্থী হতে ইচ্ছা প্রকাশ করছেন অনেকে। কিন্তু কারা পাবে বিজেপির টিকিট। বিজেপির টিকিট পাওয়ার মানদণ্ড ফেইসবুকে স্পষ্ট করলেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিজেপির অফিশিয়াল ফেসবুক পেজে এক ভিডিওয় দিলীপবাবু স্পষ্ট করেন, বিজেপির টিকিট পেতে গেলে তার অবশ্যই ভোটে জেতার ক্ষমতা থাকতে হবে। যার জেতার সম্ভাবনা যত বেশি তাকে তত অগ্রাধিকার দেবে বিজেপি। সংগঠনের সদস্যপদ থাকুক বা না থাকুক জেতার সম্ভাবনা থাকলেই মিলবে বিজেপির টিকিট।
গাড়ির ফাইন বকেয়া থাকলে আর মিলবে না পলিউশন সার্টিফিকেট!
দিলীপবাবু স্পষ্ট করেছেন, রাজনৈতিক অভিজ্ঞতা না থাকলেও লোকসভা নির্বাচনে টিকিট দেবে বিজেপি। অন্য পেশার মানুষরাও পাবেন বিজেপির টিকিট। দিলীপ ঘোষ জানান, চেনা মুখকে মানুষ ভোট দেয়। সেজন্য রাজনৈতিক দলগুলি সেলিব্রিটিদের ভোটে দাঁড় করায়।
তবে জয়ের সম্ভাবনার পাশাপাশি জনমানসে সেই ব্যক্তির ভাবমূর্তিকেও গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন দিলীপবাবু।