ভূ-ভাগে ঢুকছে নিম্নচাপ, আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টির পূর্বাভাস
উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপটি।
নিজস্ব প্রতিবেদন : মঙ্গলবারের পর বুধবারও বৃষ্টির পূর্বাভাস থাকছে শহরবাসীর জন্য। পূর্বাভাস বলছে, আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা ও উপকূলবর্তী এলাকায় হাল্কা থেকে মাঝারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
জেনে নিন, আগামীকাল থেকেই চালু হচ্ছে SBI এটিএম কার্ড ব্যবহারকারীদের জন্য নয়া নিয়ম
প্রসঙ্গত, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে একটি নিম্নচাপ। উপগ্রহ চিত্র পর্যবেক্ষণ করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় ভূ-ভাগে প্রবেশ করবে নিম্নচাপটি। সেইসময় উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৩০ থেকে ৩৫ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। তবে আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপটি আরও শক্তি হারাবে। ফলে সেভাবে কোনও আঁচড় কাটতে পারবে না সেটি।
আরও পড়ুন, 'সন্তান দত্তক নেব', স্ত্রী অ্যানির হাত ধরে জানাল স্বামী সাগ্নিক
উল্লেখ্য, রবিবার বিকেল থেকেই আকাশের মুখ ভার। বিক্ষিপ্ত বৃষ্টি হয় বেশ কয়েক জায়গায়। সোমবারও বৃষ্টি পরিস্থিতির বেশি কিছু হেরফের ঘটেনি। আজ মঙ্গলবারও বেশকিছু জায়গায় বৃষ্টি হয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টির জেরে গত সপ্তাহের শেষেই এক ধাক্কায় বেশ কিছুটা নেমে যায় পারদ। রাত বাড়লেই ঠান্ডা ঠান্ডা ভাব অনুভূত হচ্ছে। নিম্নচাপ সরে যেতেই শীতের আমেজ আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে ।