ডেঙ্গি আতঙ্কে কাঁপছে শিলিগুড়ি, শহর ঘুরে সচেতনতা প্রচার মেয়র অশোক ভট্টাচার্যের

Updated By: Aug 23, 2017, 08:45 PM IST

ওয়েব ডেস্ক : শিলিগুড়ি শহর জুড়ে এখন একটাই আতঙ্ক,  ডেঙ্গি। রোজই বেড়ে চলছে আক্রান্তের সংখ্যা। এ পর্যন্ত প্রায় একশ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন । ডেঙ্গিতে একজনের মৃত্যুও হয়েছে বলে দাবি। এই পরিস্থিতিতে শহরের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে দেখলেন মেয়র অশোক ভট্টাচার্য।

প্রবল বর্ষা, দুর্যোগের সঙ্গে শিলিগুড়ির উপরি পাওনা হয়েছে ডেঙ্গির আতঙ্ক। শিলিগুড়ি জুড়ে বাড়ছে মশার উপদ্রব। স্থানীয়দের দাবি, এর জন্য দায়ী, শহরের এদিক-ওদিকে ছড়িয়ে  থাকা জঞ্জাল আর জমা জল। শহরে এই ডেঙ্গির বাড়বাড়ন্তের জন্য মেয়র অশোক ভট্টাচার্যকেই নিশানা করেছেন মন্ত্রী গৌতম দেব। এই পরিস্থিতিতে বুধবার শহরের বিভিন্ন অঞ্চল পরিদর্শন করেন মেয়র অশোক ভট্টাচার্য। পনের এবং ষোল নম্বর ওয়ার্ডে কোথায় জল জমে রয়েছে, তা ঘুরে দেখেন তিনি।

মেয়র বলেন, নির্মীয়মাণ বাড়িতে জল জমা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। আশা ও স্বাস্থ্য কর্মীদের নিয়ে বৈঠক হয়েছে। সপ্তাহব্যাপী সচেতনতা প্রচার করবে পুরসভা। শহর জুড়ে ফগিং ও স্প্রে করার উদ্যোগ নেওয়া হয়েছে। সচেতনতা বৃদ্ধিতে সরকারি দফতর ও স্কুলগুলিকেও চিঠি দিচ্ছে পুরসভা।

আরও পড়ুন, বন্ধ দোকানের আলমারিতে বাতিল নোটে ৪.৫২ কোটির 'গুপ্তধন'!

.