ঘন কুয়াশার চাদরে মালবাজার-ডুয়ার্স

নিজস্ব প্রতিবেদন: ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে মালবাজার মহকুমা-সহ ডুয়ার্স এবং গরুবাথান এলাকা। গত কাল রাত ১০ টার পর থেকেই কুয়াশা জমতে শুরু করে।

রাত থেকেই এলাকায় গাড়ি চলাচল বন্ধ হয়ে গিয়েছে। কুয়াশার ঘনত্ব এতটাই বেশি যে ১০-১২ ফিটের মধ্যে কোনও কিছুই দেখা যাচ্ছিল না। সোমবার সকালেও কুয়াশার ছবিতে কোনও পরিবর্তন নেই।

ঘন কুয়াশার কারণে ১৫-২০ কিমির বেশি গতিতে যেতে পারছে না কোনও গাড়ি। সব গাড়িই ফগ লাইট জালিয়ে চালাচল করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেও সেই একই ছবি এলাকা জুড়ে।  

প্রচন্ড ঠান্ডা, রাস্তাঘাট শুনশান, রাস্তায় গাড়িঘোরাও হাতেগোনা। কুয়াশার সাথে শীতের মাত্রা বেড়ে যাওয়ায় খুশি এলাকার মানুষ।

English Title: 
Deep fog in Malbazar-Dooars
News Source: 
Home Title: 

ঘন কুয়াশার চাদরে মালবাজার-ডুয়ার্স

ঘন কুয়াশার চাদরে মালবাজার-ডুয়ার্স
Yes
Is Blog?: 
No
Section: