Baruipara: বেগমপুরে জঙ্গলের মধ্যে পচাগলা দেহ উদ্ধার, ঘটনার তদন্তে বারুইপুর থানার পুলিস...

Begampur: বেগমপুরে খালপাড়ে জঙ্গলের মধ্যে পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ৷ দেহের বেশীরভাগ অংশ এতটাই পচে গিয়েছে যে দেহ পুরুষ নাকি মহিলার তা বোঝা যাচ্ছে না বলে দাবি এলাকার বাসিন্দাদের ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস ৷ দেহ আজকেই ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে পুলিস সুত্রে জানা গিয়েছে ৷ 

Updated By: Jul 9, 2024, 10:47 AM IST
Baruipara: বেগমপুরে জঙ্গলের মধ্যে পচাগলা দেহ উদ্ধার, ঘটনার তদন্তে বারুইপুর থানার পুলিস...

তথাগত চক্রবর্তী: সাত সকালে বারুইপুর থানা এলাকার বেগমপুরে খালপাড়ে জঙ্গলের মধ্যে পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ৷ দেহের বেশীরভাগ অংশ এতটাই পচে গিয়েছে যে দেহ পুরুষ নাকি মহিলার তা বোঝা যাচ্ছে না বলে দাবি এলাকার বাসিন্দাদের ৷ 
আরও পড়ুন: West Bengal News LIVE Update : সাত সকালে বারুইপুর থানা এলাকায় পচাগলা দেহ উদ্ধার...
আজকেই সকালে দেহ দেখতে পান এলাকার বাসিন্দারা ৷ তাঁরাই বারুইপুর থানার পুলিসকে খবর দেন ৷ খবর পেয়ে পুলিস এসে দেহ উদ্ধার করে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস ৷ দেহ আজকেই ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে পুলিস সুত্রে জানা গিয়েছে ৷ 
এলাকার বাসিন্দারা সকালে কাজে যাচ্ছিলেন ৷ তাঁরাই খালের পাশে জঙ্গল থেকে পচা গন্ধ পান ৷ সঙ্গে সঙ্গেই তাঁরা স্থানীয় পঞ্চায়েত সদস্যাকে বিষয়টি জানান ৷ এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে ৷ 
বাইরে থেকে নিয়ে এসে এই নির্জন এলাকায় দেহ ফেলে কেউ গিয়েছে বলে অভিযোগ ৷ দেহের বেশীরভাগ অংশ পচে যাওয়ায় তা সনাক্তকরণেও সমস্যা হচ্ছে ৷ বারুইপুর থানার পুলিস ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে ৷ এলাকার বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করছেন তারা ৷ দেহ বেশ কয়েকদিন আগেই ফেলে যাওয়া হয়েছে বলে মনে করছে পুলিস ৷ 
আরও পড়ুন: Weather: উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণে
বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস জানান ঘটনার তদন্ত করছে পুলিস ৷ খতিয়ে দেখা হচ্ছে পুরো বিষয়টি ৷ দেহ আজই ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে জানান তিনি ৷ 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.