করোনায় মৃত্যু, কেবল গুজবেই বাড়িতে ১০ ঘণ্টা পড়ে রইল দেহ
তাঁরাই শবদেহ গাড়ি ডাকেন তারপর নিজেরাই মৃতদেহ বাড়ির থেকে বের করে শ্মশানের উদ্দেশ্যে রওনা দেন।
নিজস্ব প্রতিবেদন: মৃত্যু হয়েছে হৃদরোগে, কিন্তু পাড়ার রটে যায় করোনার বলি! ব্যস, ১০ঘণ্টা বাড়িতে পড়ে রইল দেহ।
শনিবার সকাল পাঁচটা নাগাদ বছর ৪৮-এর সোনারপুর থানার গোবিন্দপুর নয়াবাজার এলাকায় সঞ্জয় চক্রবর্তীর মৃত্যু হয়। তারপর থেকেই এলাকায় রটে করোনায় মৃত্যু হয়েছে সঞ্জয় চক্রবর্তীর। মৃতের পরিবারের তরফ থেকে জানানো হয়, হৃদরোগে মৃত্যু হয়েছে তাঁর ।
অভিযোগ, সকাল থেকে প্রতিবেশীর কাছে মৃতদেহ সৎকারে সাহায্য চেয়েও কোনও সাড়া মেলেনি। প্রায় ১০ ঘণ্টা পর এলাকারই ২ ব্যক্তি এগিয়ে আসেন সৎকারে। তাঁরাই শবদেহ গাড়ি ডাকেন তারপর নিজেরাই মৃতদেহ বাড়ির থেকে বের করে শ্মশানের উদ্দেশ্যে রওনা দেন।
আরও পড়ুন: পরপর ৩ দিন দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩০,০০০ ছাড়াল, একদিনে মৃত্যু ৬৭১ জনের
এমনকি গুজবে বাড়ির সামনে দিয়ে লোক যাতায়াত বন্ধ হয়ে যায় প্রায়। শোক তো বটেই, প্রতিবেশীদের এই আচরণে মর্মাহত মৃতের পরিবার।