মৃত্যু লালগড়ের বাঘের, নিথর দেহ মিলল বাঘঘোড়ার জঙ্গলে

মৃত্যু হল লালগড়ের বাঘের। এদিন সকালে পশ্চিম মেদিনীপুরের বাঘঘোড়ার জঙ্গলের কাছেই বাঘের আক্রমণে জখম হন দুজন শিকারি। এরপরই বাঘঘোড়ার জঙ্গলে উদ্ধার হল বাঘের দেহ। শিকারিদের আক্রমণেই বাঘটির মৃত্যু হয়েছে বলে বন দফতর সূত্রে খবর।

Updated By: Apr 13, 2018, 04:42 PM IST
মৃত্যু লালগড়ের বাঘের, নিথর দেহ মিলল বাঘঘোড়ার জঙ্গলে

নিজস্ব প্রতিবেদন : মৃত্যু হল লালগড়ের বাঘের। এদিন সকালে পশ্চিম মেদিনীপুরের বাঘঘোড়ার জঙ্গলের কাছেই বাঘের আক্রমণে জখম হন দুজন শিকারি। এরপরই বাঘঘোড়ার জঙ্গলে উদ্ধার হল বাঘের দেহ। শিকারিদের আক্রমণেই বাঘটির মৃত্যু হয়েছে বলে বন দফতর সূত্রে খবর।

২ মার্চ লালগড়ের জঙ্গলে প্রথম রয়্যাল বেঙ্গলের অস্তিত্বের প্রমাণ মেলে। ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ে বাঘের গতিবিধি। তারপর বিগত এক-দেড়মাস ধরে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায় বাঘের পায় ছাপ মিলেছে। কিন্তু শত চেষ্টাতেও বাঘকে বাগে আনতে পারেনি বন দফতর।

আরও পড়ুন, লালগড়ে রয়্যাল বেঙ্গল, সবচেয়ে দীর্ঘ পথ পেরল বাঘ

এরপর ৩১ মার্চ শিকারিদের তাড়া খেয়ে জঙ্গলের মধ্যে একবার গর্তেও পড়ে যায় বাঘ। সেবার বাঘ ধরতে জাল পাতাও হয়ে গিয়েছিল। কিন্তু বেকায়দায় পড়েও শেষমুহূর্তে জাল ছিঁড়ে পালায় বাঘ।

আরও পড়ুন, বেকায়দায় পড়েও জাল ছিঁড়ে পালাল লালগড়ের বাঘ

এরপরই এদিন উদ্ধার হল বাঘের দেহ। জানা গেছে, বাঘটির শরীরে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। বাঘের গলায় বিঁধে রয়েছে বল্লমও। শিকার উত্সবের সময় শিকারিদের আক্রমণেই বাঘটির মৃত্যু হয়েছে বলে খবর। এই ঘটনায় স্বাভাবিকভাবেই বন দফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

.