Chuchura: খেলতে বেরিয়ে ফেরেনি দুধের শিশু, খুঁজতে গিয়ে আঁতকে উঠল বাড়ির লোকজন

বাড়ির লোকের চিত্কার চেঁচামেচিতে জড়ো হয়ে যায় প্রতিবেশীরা

Updated By: Mar 30, 2022, 03:45 PM IST
Chuchura: খেলতে বেরিয়ে ফেরেনি দুধের শিশু, খুঁজতে গিয়ে আঁতকে উঠল বাড়ির লোকজন

নিজস্ব প্রতিবেদন: নির্মীয়মান সেপটিক ট্য়াঙ্কে পড়ে প্রাণ হারাল এক দুধের শিশু। চুঁচুড়ার আনন্দমঠ পশ্চিমপাড়ার ওই মর্মান্তিক ঘটনায় তোলপাড় হল এলাকা।

কীভাবে ঘটল এমন ঘটনা? প্রতিবেশীদের দাবি, বুধবার সকালে বাড়ির বাইরে বেরিয়ে খেলছিল বছর দেড়েকের অর্ঘ সরকার। অনেকক্ষণ ফেরেনি দেখে অর্ঘের খোঁজ শুরু করে পরিবারে লোকজন। দেখা যায় বাড়ির বাইরে নির্মীয়মান একটি সেপটিক ট্যাঙ্ক পড়ে রয়েছে অর্ঘের দেহ।

বাড়ির লোকের চিত্কার চেঁচামেচিতে জড়ো হয়ে যায় প্রতিবেশীরা। ট্যাঙ্ক থেকে তোলা হয় শিশুটি। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় ইমামবাড়া হাসপাতালে। সেখানেই শিশুটিকে মৃত বলে ঘোষণা করে চিকিত্সকেরা। তার পরও আশা ছাড়েননি বাড়ির লোকজন। তাকে নিয়ে যাওয়া হয় এক হোমিওপ্যাথি চিকিত্সকের কাছে। তিনিও শিশুটিকে হাসপাতালে নিয়ে যেতে বলেন।

অর্ঘ সরকারের বাড়ির পাশেই বাড়ি তৈরি করছিলেন প্রকাশ সরকার নামে এক ব্যক্তি। সেই বাড়িরই সেপটিক ট্যাঙ্ক তৈরি হচ্ছিল। সেটিতে কি কোনও ঢাকনা দেওয়া ছিল না? প্রশ্ন তুলছেন প্রতিবেশীরা। এনিয়ে তৈরি হয় উত্তেজনাও।

আরও পড়ুন-'ওরা আমার জেলা সভাপতিকে গ্রেফতার করাতে চায়', BJP-র রামপুরহাট রিপোর্টকে তোপ মমতার

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.