সিউড়িতে বিকট শব্দে ফাটল মজুত বোমা, বিস্ফোরণের দাপটে ভাঙল জানালার কাচ
বিস্ফোরণস্থলের কাছেই রয়েছে একটি ব্যস্ত রাস্তা। দুপুরের সময় লোকজন কম থাকায় কারো কোনও ক্ষতি হয়নি
নিজস্ব প্রতিবেদন: বিকট শব্দে মজুত বোমা ফেটে গেল আচমকাই। আতঙ্ক ছড়াল বীরভূমের গ্রামে।
মঙ্গলবার বেলা দুটো নাগাদ সিউড়ি ১ নম্বর ব্লকের কাখুরিয়া গ্রামে বিকট শব্দ করে ফেটে যায় মজুত করে রাখা বোমা। গ্রামের একটি পুকুরপাড়ে ড্রামের মধ্যে ছিল ওইসব বোমা। সেটিকে লুকিয়ে রাখা হয়েছিল ঝোপের মধ্য়ে। এমনটাই জানিয়েছে গ্রামবাসী। বিস্ফোরণের শব্দে আসপাশের কয়েকটি বাড়ির জানালার কাচ ভেঙে যায়।
আরও পড়ুন-ধুতি পাঞ্জাবিতে 'খাঁটি বাঙালি' প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন BJP-র দুর্গাপুজো
বিস্ফোরণস্থলের কাছেই রয়েছে একটি ব্যস্ত রাস্তা। দুপুরের সময় লোকজন কম থাকায় কারো কোনও ক্ষতি হয়নি। কিন্তু ওই জায়গা দিয়েই পুকুরঘাটে জল আনতে বা স্নান করতে যান গ্রামের অনেকে। ফলে বড় কোনও ক্ষতি হতেই পারত।
আরও পড়ুন-আরও জেরা! এখনই ছাড়া হবে না লাদাখের ডেমচকে ধৃত চিনা ফৌজিকে
কারা ওই বোমা মজুত করে রেখেছিল তা এখনও জানা যায়নি। যে জায়গায় বিস্ফোরণ হয়েছে তার কাছেই বাড়ি আনন্দ অঞ্চলের তৃণমূল সভাপতির।