Malbazar: হাতি এসে ভেঙে দিল মাজারের দেওয়াল, খেয়ে গেল জমির ধান...

Malbazar: এতদিন খাদ্যের লোভে হাতি শুধু জঙ্গল-সংলগ্ন এলাকার ধানক্ষেতেই হানা দিত। এবার খাদ্যের লোভে তারা জনবহুল এলাকাতেও ঢুকে যাচ্ছে। ঘটাচ্ছে নানা বিপত্তি।

Updated By: Nov 22, 2023, 06:41 PM IST
Malbazar: হাতি এসে ভেঙে দিল মাজারের দেওয়াল, খেয়ে গেল জমির ধান...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এতদিন খাদ্যের লোভে হাতি শুধুমাত্র জঙ্গল-সংলগ্ন এলাকার ধানক্ষেতেই হানা দিত। এবার তারা জনবহুল এলাকাতেও ঢুকে পড়ছে। ঘটাচ্ছে নানা বিপত্তি। ইতিমধ্যেই কৃষকেরা জমির ধান কেটে বাড়িতে নিয়ে গিয়েছেন। তবে কিছু ধান এখনও মাঠে পড়ে আছে। সেই সব ধানের লোভেই এবার জনবহুল এলাকায় ঢুকে পড়ছে হাতির দল।

আরও পড়ুুন: Siliguri: ওয়াশরুমে হরিণ! নকশালবাড়ির লোকালয়ে বন্যপ্রাণী নিয়ে তুমুল হইচই...

মঙ্গলবার রাতে এরকমই একটি হাতি ঢুকে পড়ে মালবাজার মহকুমার মেটেলি ব্লকের জনবহুল বাতাবাড়ির পূর্ববাড়ি এলাকায়। হাতিটি এলাকার মরহুম দরবেশ কাতেবি সাহের মাজারের কংক্রিটের সীমানাপ্রাচীরও ভেঙে দেয়। সীমানা-প্রাচীরের দেওয়াল ভেঙে ধানক্ষেতের মধ্যে ঢুকে পড়ে। কিছু ধান এখনও জমিতে আছে। এবার সেই ধানও খেয়ে নিচ্ছে হাতি। এরপরে হাতিটি দক্ষিণ ধুপঝোরা মুচিপাড়া হয়ে ফের গরুমারা জঙ্গলে চলে যায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল মঙ্গলবার রাত প্রায় ১২টা নাগাদ একটি হাতি দক্ষিণ ধুপঝোরা হয়ে আসে পূর্ববাড়ি এলাকায়। রাত্রেই গ্রামের লোকজন টের পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেন। চারিদিকে চিৎকারে হাতিটি দিশেহারা হয়ে যায়। এরপর হাতিটি পাকা সীমানাপ্রাচীর ভেঙে দিয়ে চলে যায় পূর্ববাড়ি এলাকায়। এভাবে গ্রামের ভিতরে হাতি চলে আসায় স্বাভাবিকভাবে আতঙ্কিত এলাকার মানুষজন।

আরও পড়ুুন: Gupo Sandesh: জানেন কি, বাংলার প্রথম ব্র্যান্ডেড মিষ্টি কোনটি, কোথায় পাওয়া যায় অসাধারণ এই সুখাদ্যটি?

বুধবার সকালে এ ঘটনার খবর পেয়ে এলাকায় চলে আসেন ধুপঝোরা বিটের বনকর্মীরা। তাঁরা যাবতীয় দিক খতিয়ে দেখেন। রাত্রে এলাকায় বনকর্মীদের টহলদারির দাবি করেন বাসিন্দারা। বন দফতরের তরফে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।  

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.