Heat Wave in West Bengal: কলকাতা ও রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা, কতদিন চলবে ড্রাই গরমের স্পেল?

কলকাতার গরমের চরিত্র বদল হয়েছে। এই গরমে ঘাম নেই। খুব গরম ২৫ বা ২৬ এপ্রিল শুরু হয়। এবার ২ এপ্রিল থেকেই তাপমাত্রা উর্ধমুখী। দখিনা বাতাস একেবারে ঢুকছে না। তাই ঘাম গায়েব। আর্দ্রতা গায়েব। 

Reported By: অয়ন ঘোষাল | Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Apr 13, 2023, 05:14 PM IST
Heat Wave in West Bengal: কলকাতা ও রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা, কতদিন চলবে ড্রাই গরমের স্পেল?
প্রবল দাবদাহে পুড়ছে বাংলা। প্রতীকী ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাতাসে আগুনের হলকা, চৈত্র-শেষেই কলকাতায় (Kolkata) তাপপ্রবাহের (Heatwave) সতর্কতা। শুক্রবার অর্থাৎ ১৪ এপ্রিল থেকে রবিবার অর্থাৎ ১৬ এপ্রিল পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal) প্রায় সবকটি জেলায় রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। উত্তরবঙ্গের (North Bengal) ৩ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি আবহাওয়া দফতরের। কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪-৫ ডিগ্রি বেশি থাকতে পারে। তাপপ্রবাহের সতর্কতা রয়েছে হাওড়া (Howrah), হুগলি (Hooghly), পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, দুই ২৪ পরগনা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় লু বইবার সম্ভাবনা রয়েছে। শৈল শহর দার্জিলিং (Darjeeling) ও কালিম্পঙেও (Kalimpong)  তাপমাত্রা বাড়বে। 

কলকাতার গরমের চরিত্র বদল হয়েছে। এই গরমে ঘাম নেই। খুব গরম ২৫ বা ২৬ এপ্রিল শুরু হয়। এবার ২ এপ্রিল থেকেই তাপমাত্রা উর্ধমুখী। দখিনা বাতাস একেবারে ঢুকছে না। তাই ঘাম গায়েব। আর্দ্রতা গায়েব। এর বদলে উত্তর এবং পশ্চিম ভারতের লু এর মতো গরম হাওয়া, যা মূলত বিহার, ঝাড়খণ্ড এলাকায় বয়, সেটা এই রাজ্যে অবাধে ঢুকছে। ঘাম হলে বিপদ কম। ঘামের বদলে লু পরিস্থিতি হলে শরীর খারাপ হয়। মানুষ অসুস্থ হয়। ২ এপ্রিল থেকে ১৭ এপ্রিল, । দীর্ঘ এই ড্রাই গরমের স্পেল এই রাজ্যে বেনজির।

আরও পড়ুন: West Bengal Summer Vacation 2023: প্রবল দাবদাহে রাজ্যে বন্ধ হল স্কুল, ছুটি শেষে অতিরিক্ত ক্লাস

আরও পড়ুন: Birbhum: 'আমার ওসি খুব ভালো! আমাদের নেতৃত্বের সাথে লিয়াজো রেখে চলবেন,' তৃণমূল নেতার মন্তব্যে বিতর্ক

কলকাতায় তাপপ্রবাহের সর্তকতা জারি হল এবার। আগামী চার দিন তাপপ্রবাহের সতর্কবার্তা কলকাতা-সহ একাধিক জেলায়। শুক্রবার থেকে রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় এবং উত্তরবঙ্গের তিন জেলায় তাপ প্রবাহের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর। 

আগামী ২৪ ঘন্টায় তাপপ্রবাহের সর্তকতা জারি হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতে তাপ প্রবাহের সর্তকতা। রবিবার পর্যন্ত বৃষ্টির কোন সম্ভাবনা নেই। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে লু বইবার আশঙ্কা। আলিপুর আবহাওয়া অফিস থেকে এই সতর্কতা জারি করা হয়েছে। 

উত্তরবঙ্গের মালদা ও দুই দিনাজপুরে তাপপ্রবাহের সর্তকতা জারি হয়েছে। আগামী চারদিন বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলেই জানান হয়েছে। দার্জিলিং ও  কালিম্পঙেও গরমের প্রভাব সরাসরি না পড়লেও তাপমাত্রা অনেকটা বাড়বে। জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার জেলাতে ও তাপপ্রবাহ না হলেও গরম ও অস্বস্তি বাড়বে। এদিকে ৪১ ডিগ্রি পেরিয়ে গেল বাঁকুড়ার তাপমাত্রা। পশ্চিম বর্ধমান বীরভূমে ৪০ পেরিয়ে গিয়েছে। দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের সতর্কবার্তা। আরো চার পাঁচ দিন গরম ও অস্বস্তিকর আবহাওয়া। 

তথ্যসূত্র: (অয়ন ঘোষাল )

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.