World Cup 2023 Final: আড়াই হাজার কিমি দূরের বিশ্বকাপ ফাইনাল ম্যাচের উত্তেজনায় কাঁপছে বাংলার জেলা
World Cup 2023 Final: আগামীকাল, রবিবার ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। আহমেদাবাদে। দক্ষিণবঙ্গ থেকে ২০০০ কিমির কিছু বেশি, উত্তরবঙ্গ থেকে ২৫০০ কিমির বেশি। কিন্তু এই দূরত্ব কাপ-উত্তেজনা উপভোগের ক্ষেত্রে কোনও বাধা হয়ে দাঁড়ায়নি বাংলার জেলায়।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগামীকাল, রবিবার ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। যাদের বয়স অনেকটাই কম, যাদের স্মৃতিতে ভারতের আগের বিশ্বকাপজয়ের কোনও ছবি ধরা নেই, তাদের কাছে এই ইভেন্ট তাই আক্ষরিক অর্থেই একটা বিগ ইভেন্ট হয়ে দাঁড়িয়েছে। ম্যাচটি হচ্ছে আহমেদাবাদে। দক্ষিণবঙ্গ থেকে ২০০০ কিমির কিছু বেশি, উত্তরবঙ্গ থেকে ২৫০০ কিমির বেশি। কিন্তু এই দূরত্ব কাপ-উত্তেজনা উপভোগের ক্ষেত্রে কোনও বাধা হয়ে দাঁড়ায়নি।
আরও পড়ুন: Digha: এই উইকেন্ডে দিঘা প্ল্যান করছেন? খুব সাবধান কিন্তু...
ক্রিকেট নিয়ে এই উন্মাদনার ছবিটা শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারেও একইরকম। শিলিগুড়ি, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার বিভিন্ন জায়গায় ক্রিকেট বিশ্বকাপের আসন্ন ফাইনাল ম্যাচ নিয়ে খেলাপ্রেমী মানুষের মধ্যে চোখে পড়ছে নজিরবিহীন উত্তেজনা।
২০২৩ সালটা নানা কারণে স্মরণীয় হয়ে থাকছে। এ বছরই মারাত্মক তাপপ্রবাহ, বিপুল বৃষ্টি ও বন্যা, দাবানল, ভমিকম্প ঘটেছে, ঘটছে। উষ্ণতম বছরের মুকুট ২০২৩ সালেরই। ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পরিবর্তন পরিষেবা অনুসারে, বায়ুর বৈশ্বিক গড় তাপমাত্রা অক্টোবর ২০১৯-এর আগের সর্বোচ্চ তাপমাত্রার তুলনায় ০. ৪ সেন্টিগ্রেড বেশি উষ্ণ ছিল এ বছর! কার্বন নির্গমন এবং এল নিনোর ঘটনা ঘটার কারণেও চলতি বছরের অক্টোবর ছিল রেকর্ড উষ্ণতার সারিতে পঞ্চম মাস। গবেষকরা বলেছেন, চরম বৈশ্বিক তাপমাত্রা সম্ভবত ২০২৪ সাল পর্যন্ত অব্যাহত থাকবে। ২০২৩ সালটি এখনও পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে উষ্ণতম সাল হতে চলেছে, এমনটাই অনিবার্য বলে ধরা হচ্ছে। তবে এ সবই খারাপ খবর। নেতিবাচক। এবার কি ভারতের ক্রিকেট বিশ্বকাপ জয় বছরটিকে ইতিবাচক ভাবেও স্মরণীয় করে রাখবে? সেই প্রশ্নই সকলের মনে।
শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের বিভিন্ন অঞ্চলে এলাকার বিশেষ পয়েন্টে ব্যবস্থা হয়েছে জায়ান্ট স্ক্রিনের। ছুটির দিন রবিবার একসঙ্গে সকলে ম্যাচ উপভোগ করবে। জলপাইগুড়ি জেলার মালবাজারে ঘড়িমোড়ে, ময়নাগুড়ি পুরসভা এলাকায় সুপার মার্কেট, জলপাইগুড়ি মাদ্রাসা ময়দানে, রাজবাড়ি দিঘি প্রাঙ্গণ ও শিলিগুড়ি বিধান মার্কেটে, ইয়ারভিউ মোড়-সহ মোট ১২টি জায়গায় এই স্ক্রিনের আয়োজন। জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপ ফাইনাল খেলা দেখা থেকে বঞ্চিত হবেন না আলিপুরদুয়ারবাসীও।
আরও পড়ুন: Malbazar: সরগরম ছটপুজোর বাজার, চালসার হাটে দেদার বিকোচ্ছে 'ঢাকি'...
ভারতীয় দল ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ওঠার পরই উন্মাদনার জোয়ার দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও। ভারতীয় ক্রিকেটদল ফাইনালে পৌঁছতেই উৎসবের মরশুম জলপাইগুড়িতে। যেন ক্রিকেট-উৎসবে মেতেছে গোটা জেলা। দোকানগুলিতে ভারতীয় জার্সি কিনতে সাংঘাতিক ভিড়। ২০০ টাকার জার্সি বিকোচ্ছে ৫০০ টাকায়। নীল রঙা জার্সি আর তেরঙা পতাকার চাহিদা মেটাতে গিয়ে হিমসিম অবস্থা দোকানদারদের। আর প্রায় সব ক্রেতারই দাবি, ম্যাচ চলাকালীন নীল জার্সি পরে তাঁরা 'ইন্ডিয়া-ইন্ডিয়া' বলে গলা ফাটাবেন। আর তাতেই জিতবে ভারত! তৈরি হবে ইতিহাস।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)