মুখ্যমন্ত্রীর ছবি সুপার ইম্পোজ, গ্রেফতার সিপিএম কর্মী
মঙ্গলবার সন্ধ্যায় ফেসবুকে ঘোরাফেরা করছিল একটা ছবি। ফেসবুকের পেজ স্ক্রোল করতেই দেখা যাচ্ছিল ওই ছবিটা।
Updated By: Apr 25, 2018, 12:43 PM IST
নিজস্ব প্রতিবেদন: মুখ্যমন্ত্রীর ছবি সুপার ইম্পোজ করে ফেসবুকে ছেড়ে দেওয়ার অভিযোগ। ঘটনায় আটক এক সিপিএম কর্মী।
আরও পড়ুন: হোয়াটসঅ্যাপ মনোনয়নে মান্যতা, ভাঙড়ে ৯ প্রার্থীর মনোনয়ন বাতিল হলে ভোট স্থগিত
মঙ্গলবার সন্ধ্যায় ফেসবুকে ঘোরাফেরা করছিল একটা ছবি। ফেসবুকের পেজ স্ক্রোল করতেই দেখা যাচ্ছিল ওই ছবিটা। মুখ্যমন্ত্রীর সেই ছবি দেখে চমকে উঠেছিলেন অনেকে। বলাগড়ের গুপ্তিপাড়ায় ততক্ষণে ভাইরাল হয়ে গিয়েছে সেই ছবি।
তৃণমূল কর্মীদের অভিযোগ মুখ্যমন্ত্রীকে অপদস্থ করতেই এমন কাণ্ড ঘটিয়েছে বিরোধীরা। অভিযোগ জানানো হয় থানায়। তদন্তে নেমে পুলিশ প্রশান্ত কুণ্ডু নামে এক সিপিএম কর্মীকে গ্রেফতার করে।