Coronavirus: করোনায় অনাথ শিশুদের উপরে বিশেষ নজরদারি, দেওয়া হবে মাসিক ২ হাজার টাকা আর্থিক সাহায্য

 চা বাগানে দৈনিক মজুরিতে কাজ করা শ্রমিক পরিবারে সমস্যা সবচেয়ে বেশি

Updated By: Sep 25, 2021, 06:39 PM IST
Coronavirus: করোনায় অনাথ শিশুদের উপরে বিশেষ নজরদারি, দেওয়া হবে মাসিক ২ হাজার টাকা আর্থিক সাহায্য

নিজস্ব প্রতিবেদন: করোনা সংক্রমণ থেমে গেলেও রেহাই নেই। আগামীতে এর একটি প্রভাব থেকে যেতে পারে জনমানসে। এমনই আতঙ্কের কথা জানালেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ার পার্সন অনন্যা চক্রবর্তী। তাঁর দাবি করোনার ফলে রাজ্যে বাড়তে পারে শিশু শ্রমিক, ড্রপ আউট, বাল্য বিবাহ ও পাচারের মতো বিষয়গুলি।

আরও পড়ুন-Cyclone Gulab: ভারী বৃষ্টির পূর্বাভাস, রাজ্যের সরকারি কর্মীদের ছুটি বাতিল নবান্নের

শনিবার জলপাইগুড়ি জেলা শাসকের দফতরে এক সেমিনারে বক্তব্য রাখছিলেন অনন্যা চক্রবর্তী। ওই সেমিনারের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনন্যা বলেন-

## করোনা পরবর্তী পরিস্থিতিতে বিভিন্ন সরকারি দফতরের পরিসংখ্যাংন ও সার্ভে অনুযায়ী দেখা যাচ্ছে রাজ্যে শিশু শ্রমিকের সংখ্যা বাড়ছে। একইসঙ্গে বাড়ছে শিশুদের অসুস্থতা, শিশু পাচার, ড্রপ আউট ও বাল্য বিবাহের মতো বিষয়গুলি। সেদিকে তীক্ষ্ন নজর রেখে চলেছে কমিশন। তবে বাস্তব পরিস্থিতি বোঝা যাবে স্কুল খুললে।

## গত দেড় বছরে রাজ্যে প্রায় ৩ হাজারের বেশি শিশু করোনার কারণে অনাথ হয়েছে। এর মধ্যে জলপাইগুড়ি জেলার ১১৪ জন। মালদহে অনাথ হয়েছে ৭৫ জন। ওইসব অনাথরা তাদের কাকা, জেঠু বা অন্যান্য আত্মীদের হেফাজতে রয়েছে। ওইসব শিশুদের মাসিক ২০০০ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। আত্মীয়দের হেফাজতে থেকেও তারা কোনও অযন্তে রয়েছে কিনা তা জানাতে নজরদারি চালানো হবে।

আরও পড়ুন-Cooch Behar: সালিশি সভায় 'মারধর' তৃণমূল কর্মীদের, অপমানে আত্মঘাতী কিশোর

## চা বাগানে দৈনিক মজুরিতে কাজ করা শ্রমিক পরিবারে সমস্যা সবচেয়ে বেশি। তবে সেটা উদ্বেগের নয়। কারণ করোনা পরিস্থিতিতে চা বাগানের কাজ একেবারে বন্ধ হয়ে যায়নি। অল্প লোক নিয়েও চা বাগানে কাজ হয়েছে। তবে একেবারে বন্ধ ছিল পরিবহণ কিংবা পর্যটন ক্ষেত্র। তাই ওইসব পরিবারগুলির সমস্যা শিশুদের উপরে পড়েছে। সেই প্রভাব কতটা তা খতিয়ে দেখা হচ্ছে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.