করোনা রোগীদের হাসপাতালে পৌঁছে দেবেন বিনামূল্যে, ঘোষণা বানারহাটের ১০ টোটো চালকের

টোটোচালকরা এদিন জানান, দিনে বা রাতে যে কোনও সময়ে তাঁরা বিনামূল্য়ে ওই পরিষেবা দেবেন

Updated By: Jun 2, 2021, 04:00 PM IST
করোনা রোগীদের হাসপাতালে পৌঁছে দেবেন বিনামূল্যে, ঘোষণা বানারহাটের ১০ টোটো চালকের

নিজস্ব প্রতিবেদন: এলাকায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। অনেক সময়ে অ্যাম্বুল্যান্স ডেকেও পাওয়া যাচ্ছে না। এরকম এক পরিস্থিতিতে এগিয়ে এলেন ডুয়ার্সের বানারহাটের টোটোচালকরা।

আরও পড়ুন-মেডিকেল কলেজ থেকে 'গায়েব' করোনার জীবনদায়ী ওষুধ! কাঠগড়ায় তরুণী চিকিৎসক

বুধবার দুপুরে বানারহাট(Banarhat) প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে জড়ো হন ১০ টোটোচালক। হাসপাতাল কর্তৃপক্ষকে তাঁরা জানিয়ে দেন, যে কোনও এমার্জেন্সি রোগী ও করোনা রোগীদের তাঁরা বিনা ভাড়ায় হাসপাতালে পৌঁছে দেবেন বা হাসপাতালে নিয়ে আসবেন।

আরও পড়ুন-‘মোদী-শাহের বিরুদ্ধেও বিপর্যয় মোকাবিলা আইন লাগু করা উচিত’, আলাপন-ইস্যুতে সরব অভিষেক 

টোটোচালকরা এদিন জানান, দিনে বা রাতে যে কোনও সময়ে তাঁরা বিনামূল্য়ে ওই পরিষেবা দেবেন। এদিন হাসপাতালে উপস্থিতি ছিলেন বানারহাটের বিডিও প্রহ্লাদ বিশ্বাস, বানারহাট ১ নম্বর পঞ্চায়েতের উপ প্রধান তাবারক আলি, পঞ্চায়েত সদস্য কুট্টি  নন্দী, চিকিত্সক চঞ্চল রক্ষিত সহ আরও অনেকে। উপস্থিত সকলেই টোটো চালকদের ওই উদ্যোগের প্রশংসা করেন। প্রশাসনের তরফেও টোটো চালকদের সাহায্য করার আশ্বাস দেওয়া হয়।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.